কানাডায় ইউনিভার্সিটি অব আলবার্টা বৃত্তি

শিক্ষা ডেস্ক

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪, ০৮: ৩৬
ছবি: সংগৃহীত

কানাডার ইউনিভার্সিটি অব আলবার্টা স্কলারশিপ ২০২৫-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা আলবার্টা বিশ্ববিদ্যালয়ের বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। কানাডার বিশ্ববিদ্যালয়টির সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি অর্জনের সুযোগ পাবেন। আলবার্টা বিশ্ববিদ্যালয় বিশ্বের যেকোনো দেশের মেধাবী শিক্ষার্থীদের এ বৃত্তি দিয়ে থাকে।

সুযোগ-সুবিধা

ইউনিভার্সিটি অব আলবার্টা বৃত্তির একাধিক ফান্ডিং সোর্স রয়েছে, যেমন কানাডিয়ান সরকার, আলবার্টা সরকার ও অন্যান্য উৎস থেকে ফান্ডিং করা হয়। এগুলোর মধ্যে আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতক ডিগ্রি প্রোগ্রামে স্টুডেন্ট ভিসা পারমিটের ব্যবস্থা রয়েছে। এই বৃত্তির মূল্য ৯ হাজার ডলার। বৃত্তির মেয়াদ হবে চার বছর। এ ছাড়া মাস্টার্স ডিগ্রি প্রোগ্রামের জন্য শিক্ষার্থীদের ১৭ হাজার ৫০০ ডলার দেওয়া হবে।

অধ্যয়নের বিষয়সমূহ

আলবার্টা বিশ্ববিদ্যালয়ে ২০০টির বেশি ব্যাচেলর ডিগ্রি ও ৫০০টি স্নাতকোত্তর ডিগ্রি প্রোগ্রামের অফার করা হয়। এগুলোর মধ্যে নার্সিং, ফার্মেসি ও ফার্মাসিউটিক্যাল সায়েন্স, মেডিসিন ও ডেন্টিস্ট্রি, বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, আইন, সামাজিক বিজ্ঞান, আলবার্টা স্কুল অব বিজনেস, চারুকলা ও মানবিক, নেটিভ স্টাডিজ, কৃষিজীবন ও পরিবেশবিজ্ঞান।

আবেদনের যোগ্যতা

বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা আলবার্টা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। স্নাতক ডিগ্রির প্রার্থীদের জন্য অবশ্যই হাইস্কুল সার্টিফিকেট থাকতে হবে। মাস্টার্সের জন্য স্নাতক ডিগ্রি ও পিএইচডির জন্য মাস্টার্সের সার্টিফিকেট লাগবে।

আবেদন পদ্ধতি

আগ্রহী শিক্ষার্থীরা লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ১ মার্চ ২০২৫।

ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুপ্রেরণার গল্প শোনালেন পাকিস্তানের স্থপতি ইয়াসমিন লারি

নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল মাইলস্টোন কলেজ

বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের যাত্রা শুরু

বিএসএমআর মেরিটাইম ইউনিভার্সিটির বার্ষিক সিনেট সভা অনুষ্ঠিত