হোম > বিনোদন > গান

রাফির কথায় অনিমেষের ‘ক্ষমা চাই’

বিনোদন প্রতিবেদক, ঢাকা

আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫, ২১: ৩৭
অনিমেষ রায়। ছবি: সংগৃহীত

ইউটিউবে হাজং ভাষার গান গেয়ে সংগীতে পরিচিতি শুরু অনিমেষ রায়ের। এরপর আইপিডিসি আমাদের গান হয়ে কোক স্টুডিও বাংলায় ‘নাসেক নাসেক’ দিয়ে আলোচনায় আসেন। বৃহস্পতিবার প্রটিউন ইউটিউব চ্যানেলে প্রকাশ পেল অনিমেষ রায়ের নতুন গান ‘ক্ষমা চাই’।

রাফিউজ্জামান রাফির কথায় ক্ষমা চাই গানটির সুর করেছেন আলাউদ্দিন মাহমুদ সমীর। সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ। গানটি নিয়ে অনিমেষ বলেন, ‘গানের কথায় মাটির সুর, আধ্যাত্মবাদের যোগ আছে। সঙ্গে সংগীতায়োজনের দারুণ সমন্বয় হয়েছে। আমিও নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।’

ক্ষমা চাই গানের পোস্টারে অনিমেষ। ছবি: সংগৃহীত

গীতিকার রাফি বলেন, ‘স্রষ্টার কাছে অনুতপ্ত বান্দার আকুতি তুলে ধরার চেষ্টা করেছি গানের কথায়। বাকি যা করার সুরকার আলাউদ্দিন ভাই এবং সংগীত পরিচালক সুমন কল্যাণ দাদা করেছেন। অনিমেষ রায় দারুণ গেয়েছেন।’

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

লন্ডন যেতে পারলেন না নিপুণ, মামলা না থাকায় জিজ্ঞাসাবাদের পর মুক্ত

‘ইত্যাদির টিমের কিছু হয়নি, চারদিকে ভুয়া নিউজ’—আশ্বস্ত করলেন রবি চৌধুরী

শিল্পকলায় সেলিম আল দীন স্মরণোৎসব

ভূতপরীর পর এবার ডাইনি হলেন জয়া