হোম > বিনোদন > গান

আঁখি আলমগীরের গান ‘জানের জান’

বিনোদন প্রতিবেদক, ঢাকা

আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫, ০৮: ০৪
আঁখি আলমগীর। ছবি: ইনস্টাগ্রাম

৭ জানুয়ারি ছিল সংগীতশিল্পী আঁখি আলমগীরের জন্মদিন। বিশেষ দিনটি পরিবারের সঙ্গে ঘরোয়াভাবেই পালন করেছেন তিনি। জন্মদিন শেষ হতেই নতুন গান নিয়ে হাজির আঁখি আলমগীর। আজ রঙ্গন মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে তাঁর নতুন গান ‘জানের জান’।

জানের জান গানটি লিখেছেন জামাল হোসেন। সুর ও সংগীত করেছেন পুনম মিত্র। সৈকত রেজার নির্দেশনায় গানটির ভিডিওতে মডেল হয়েছেন শিশির সরদার ও অলংকার চৌধুরী। নতুন এই গানটি নিয়ে আঁখি আলমগীর বলেন, ‘গানটা আমার নিজের কাছে ভালো লেগেছে। রোমান্টিক রিদমিক ঘরানার একটি গান। পুনম মিত্র চমৎকার সুর ও সংগীত করেছেন। মিউজিক ভিডিওতে ড্যান্স পার্টটা দারুণ হয়েছে। মডেল হিসেবে অলংকার ও শিশির সরদার ভালো করেছে। পুরো টিমের সঙ্গে এটা আমার প্রথম কাজ। কাজটি নিয়ে আমি খুব আশাবাদী।’

আঁখি আলমগীর। ছবি: ইনস্টাগ্রাম

আজ ঢাকার একটি রেস্তোরাঁয় আয়োজন করা হয়েছে জানের জান গানের প্রকাশনা অনুষ্ঠান। এতে উপস্থিত থেকে কথা বলবেন আঁখি আলমগীরসহ গানের গীতিকার, সুরকার, মিউজিক ভিডিওর মডেলসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। সেখানেই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে জানের জান গানটি।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

শিল্পকলায় সেলিম আল দীন স্মরণোৎসব

ভূতপরীর পর এবার ডাইনি হলেন জয়া

রোজার ঈদে ‘জংলি’ আসছে হুংকার নিয়ে

ওটিটিতে মুক্তির চার বছর পর প্রেক্ষাগৃহে ‘মেকআপ’