ঐতিহাসিক ৭ মার্চসহ জাতীয় আটটি দিবস বাতিল করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। আজ বুধবার প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। জাতীয় দিবস হিসেবে ৭ মার্চকে বাদ দেওয়ায় প্রতিবাদ জানিয়েছেন নির্মাতা ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন।
ফেসবুক আইডিতে মেহের আফরোজ শাওন লেখেন, ‘ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস হিসেবে বাতিল করা হলো আজ! আমি মেহের আফরোজ শাওন, বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে অন্তবর্তীকালীন সরকারের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করলাম।’