হোম > বিনোদন > টেলিভিশন

তারকামেলায় ওহসোগো.ডটকম-এর আনুষ্ঠানিক যাত্রা

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২২, ১৯: ৪৭
আপডেট: ০৭ আগস্ট ২০২২, ১৯: ৪৭

সংগীতশিল্পী তাহসান, আরফান মৃধা শিবলু, অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, চিত্রনায়ক নিরব, ক্রিকেটার মাশরাফির মতো জনপ্রিয় তারকাদের উপস্থিতিতে যাত্রা শুরু হলো ‘ওহসোগো.কম’-এর। সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় হওয়া বিউটি ব্লগার আশফি অনাদি, লিন্ডা, বারিসা হক, ইশয়া নওশীন সুরভী, বুসরা কবিরসহ অনেকেই ছিলেন ওই আয়োজনে।

শতভাগ অথেন্টিক এবং দ্রুত পণ্য পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে এপ্রিল মাসে পরীক্ষামূলকভাবে ইন্টারন্যাশনাল বিউটি অ্যান্ড পারসোনাল কেয়ার ব্র্যান্ডসের ই-কমার্স সাইট ‘ওহসোগো.কম’ কার্যক্রম শুরু করে।

সম্প্রতি রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘ওহসোগো.কম’-এর আনুষ্ঠানিক যাত্রায় প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ সময় প্রতিষ্ঠানের সহযোগি প্রতিষ্ঠান ভেনচুরি পার্টনারস-এর ব্যবস্থাপনা পরিচালক রিশিকা চান্দা বলেন, ‘সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্বিতে বিউটি প্রোডাক্টস সেক্টরে যে পরিমাণ চাহিদা তৈরী হয়েছে তার সাথে বাংলাদেশ সরকারের বিনিয়োগবান্ধব পরিবেশ এই ই-কমার্স প্রতিষ্ঠানের বিনিয়োগকে উদ্বুদ্ধ করেছে।’

প্রতিষ্ঠানের সিইও জাহিদুল ইসলাম বলেছেন, ‘ওহসোগো.কম এমন একটি মার্কেটপ্লেস যেখানে সঠিক দামে শতভাগ আসল প্রোডাক্ট পাওয়া যায়।’

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

আইসিইউতে অভিনেতা মুশফিক ফারহান

নতুন নাটকে রিচি

লিভ টুগেদার ইস্যুতে আইনি নোটিশ, স্বাগতার প্রশ্ন ‘আমার ভুল কোথায়?’

বড়দিনের টিভি আয়োজন