ধর্মীয় জীবনযাপনের জন্য অভিনয় ছাড়লেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী আনুম

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১২: ২৯

ধর্মীয় জীবনযাপনের উদ্দেশে শোবিজকে বিদায় বলেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী আনুম ফাইয়াজ। সম্প্রতি অভিনেত্রী তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে আর কোনো নাটক-সিনেমায় অভিনয় না করার ঘোষণা দেন। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের খবরে এ তথ্য জানা যায়।

ইনস্টাগ্রামে আনুম ফাইয়াজ লিখেছেন, ‘এই বার্তাটি লেখা আমার জন্য অনেক কঠিন। আমার শোবিজ ক্যারিয়ারের প্রতি আপনারা দীর্ঘদিন পূর্ণ সমর্থন দিয়ে এসেছেন। কিন্তু এখন থেকে আমি শোবিজ অঙ্গন পরিত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। ইসলাম ধর্মের বিধিবিধান অনুযায়ী জীবন পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আশা করি, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।’

পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়, অনেক মানুষ এটিতে মন্তব্য করে তাকে সমর্থন জানিয়েছেন। পাকিস্তানের তেরে বিন তারকা অভিনেতা ওয়াহাজ আলী তাঁর প্রশংসা করে পোস্টটিতে মন্তব্য করে লেখেন, ‘মাশাআল্লাহ, শুভকামনা তোমার জন্য ফাইয়াজ’। হাশিম আলী নামে একজন লেখেন, ‘আপনি এই সিদ্ধান্তের জন্য একদিন পুরস্কার পাবেন’। আসমা নামে তাঁর এক ভক্ত লেখেন, ‘আপনাকে অনেক পছন্দ করতাম, এখন আপনার প্রতি ভালোবাসা আরও বেড়ে গেল।’

‘বেকাদর’ এবং ‘ইয়ে চাহাতে ইয়ে শিদ্দাতিন’ এর মতো অনেক জনপ্রিয় টেলিভিশন সিরিজে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকপ্রিয়তা পান। সর্বশেষ তিনি ‘দিল সে’ সিনেমায় অভিনয় করেন। বেশ কিছুদিন ধরে আনুম ফাইয়াজকে শোবিজ অঙ্গনে কম দেখা যাচ্ছিল। এমনকি তাঁর ইনস্টাগ্রামের বিভিন্ন পোস্টে তাকে হিজাব পরিহিত অবস্থায় দেখা যেত।

আইসিইউতে অভিনেতা মুশফিক ফারহান

নতুন নাটকে রিচি

লিভ টুগেদার ইস্যুতে আইনি নোটিশ, স্বাগতার প্রশ্ন ‘আমার ভুল কোথায়?’

বড়দিনের টিভি আয়োজন