সঞ্জয় লীলা বানসালি পরিচালিত প্রথম সিরিজ ‘হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’ নিয়ে দর্শকমহলে বেশ চর্চা হয়েছে। গত ১ মে ওটিটি জায়ান্ট নেটফ্লিক্সে মুক্তি পায় সিরিজটি। সিরিজটিতে ব্রিটিশ শাসন আমলে ভারতবর্ষের প্রেক্ষাপটে একটি পতিতালয়ের গল্প উঠে এসেছে। প্রথম সিজনের সফলতার পর এবার আসতে যাচ্ছে দ্বিতীয় সিজন। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স হীরামান্ডি ২–এর ঘোষণা দিয়েছে।
ইনস্টাগ্রামে নেটফ্লিক্স একটি বিশেষ ভিডিও শেয়ার করেছে। সেই ফ্ল্যাশ মব ভিডিওতে ১০০ নৃত্যশিল্পীকে আনারকলি ও ঘুঙুর পরে নাচতে দেখা গেছে মুম্বাইয়ের কার্টার রোডে। সেই ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ‘মেহফিল আবার জমবে, “হীরামান্ডি টু” যখন আসবে।’
এর আগে খবর এসেছিল হীরামান্ডি ২ বানাবেন না সঞ্জয় লীলা বানসালি। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তেমনই আভাস দিয়েছিলেন পরিচালক। তিনি তখন জানিয়েছিলেন, হীরামান্ডি নিয়ে তাঁর স্বপ্ন বাস্তব হওয়া কতটা কঠিন ছিল। তাঁর বক্তব্য, সব কাজ দ্বিতীয়বার হয় না। সব পরিশ্রম একই ভাবে দ্বিতীয়বার করা সম্ভব নয়। তেমনই হীরামান্ডি আবার তৈরি করা তাঁর পক্ষে অসম্ভব। গল্পের ব্যাপ্তির কারণেই তিনি সিনেমার বদলে সিরিজ তৈরির কথা ভেবেছিলেন। প্রথম সিরিজেই তাঁর গল্প বলা শেষ। তবে সেই কথার ওপর নয়া প্রলেপ চাপিয়ে এবার আসছে হীরামান্ডির দ্বিতীয় সিজন।
বিবৃতিতে সঞ্জয় লীলা বানসালি লিখেছেন, ‘যেই ভালোবাসা এবং প্রশংসা হীরামান্ডি পেয়েছে, তাতে আমি ধন্য। পুরো বিশ্বের দর্শক টেনেছে শোটি। সে জন্য নেটফ্লিক্সের চেয়ে ভালো সঙ্গী আর হতে পারে না। আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ‘‘সিজন টু’’ নিয়ে আমরা ফিরব।’