সাম্প্রতিক সময়ে তুরস্কের বেশ কয়েকটি ইসলামিক সিরিজ বাংলাদেশে তুমুল জনপ্রিয়তা পেয়েছে। যার মধ্যে সুলতান সুলেমান বা কুরুলুস উসমান অন্যতম। কুরুলুস উসমান সিরিজের নায়ক তুরস্কের অভিনেতা বুরাক অ্যাজিভিট বাংলাদেশে আসছেন। এক ভিডিও বার্তায় বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।
গতকাল বৃহস্পতিবার (১৬ মে) ‘সিঙ্গার বাংলাদেশ লিমিটেড’ প্রতিষ্ঠানের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় বাংলাদেশে আসার কথা জানিয়েছেন অভিনেতা বুরাক অ্যাজিভিট। ভিডিওতে তাঁকে বাংলায়ও কথা বলতে দেখা গেছে। তিনি বলেন, ‘সালাম বাংলাদেশ, কেমন আছেন আপনারা? খুব শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হবে।’