বর্তমান ব্যস্ততা কী নিয়ে?
ঈদের নাটকের শুটিং নিয়ে ব্যস্ত আছি। প্রতিদিন কোনো না কোনো নাটকের শুটিং থাকছে। দম ফেলার সময় নেই। রোজার পুরোটা সময় এভাবেই কাটবে।
এবার ঈদের কয়টি নাটকে আপনাকে দেখা যাবে?
সঠিক সংখ্যাটা বলতে পারছি না। এ পর্যন্ত পাঁচটি নাটকের কাজ শেষ করেছি। এর মধ্যে দুটি নাটকে আমার বিপরীতে রয়েছেন তৌসিফ। একটি নাটক পরিচালনা করেছেন মোস্তফা কামাল রাজ, অন্যটি জাকারিয়া সৌখিন। এ ছাড়া অপূর্ব ভাইয়া, জোভান ও মুশফিক ফারহানের সঙ্গে একটি করে নাটক করা হয়েছে। হাতে এখনো সময় আছে, এর মধ্যে আরও কিছু কাজ করা হবে। সব মিলিয়ে ১০-১২টির মতো নাটকের শুটিং করা হবে হয়তো। তা ছাড়া, আগেও বেশ কিছু নাটকের কাজ করা ছিল। সেগুলো প্রচার হতে পারে।
এবার কোন ধরনের নাটকে বেশি অভিনয় করছেন?
আমি সব সময় গল্প ও চরিত্রকে প্রাধান্য দিয়েই কাজ করি। এবার ঈদেও তা-ই করছি। চেষ্টা করছি ভিন্ন ধরনের চরিত্রে কাজ করার। দর্শক বিরক্ত হতে পারেন এমন গল্প ও চরিত্রগুলো অ্যাভয়েড করার চেষ্টা করছি। তবে এটা সত্যি যে ঈদের নাটক নিয়ে দর্শকের প্রত্যাশা সব সময় বেশি থাকে। সেই ‘বেশি’র কতটা পূরণ করতে পারব, সেই রায় দর্শক দেবেন।
আগে যাঁরা সিনিয়র ছিলেন, তাঁরাও একসময় কাজ কমিয়ে দিয়েছিলেন। তখন নতুনরা উঠে এসেছিলেন। একসময় আমরাও কাজ কমিয়ে দেব, তখন অন্য কেউ আমাদের জায়গায় কাজ করবেন, এমনটাই নিয়ম।
অল্প সময়ের মাঝে এত চরিত্র আত্মস্থ করা কঠিন মনে হয় না?
আমাদের এখানে বিশেষ দিবসগুলো ঘিরে সব সময়ই ব্যস্ততা বেশি থাকে। তাই এ অল্প সময়ে অনেক নাটকের কাজ করতে হয়। এটা সত্যি, একাধিক চরিত্র আত্মস্থ করে একের পর এক নাটক করে যাওয়া কঠিন কাজ। তবে বিশেষ দিবসের সময়ে অভিনয়শিল্পীদের এই চ্যালেঞ্জটা নিতে হয়।
অনেক অভিনেতা-অভিনেত্রীই এখন ওটিটিতে নিয়মিত কাজ করছেন। আপনাকে এ মাধ্যমে দেখা যায় না কেন?
আমার আসলে এক মাসের অগ্রিম শিডিউল দেওয়া থাকে। আর ওটিটির কাজগুলো একটু সময় নিয়ে করতে হয়। তাই ব্যাটে-বলে হচ্ছে না। তবে ওটিটির কাজ করব না এমনটা নয়। সামনে দুই ঈদের কাজে ব্যস্ত থাকব। এরপর ওটিটি নিয়ে চিন্তা করব। এই মুহূর্তে নাটক নিয়েই আমার সব ভাবনা, পুরো মনোযোগ। এর বাইরে কিছু ভাবতে চাচ্ছি না। আর আমার উদ্দেশ্য হলো দর্শকদের ভালো কাজ উপহার দেওয়া। সেটা যে মাধ্যমেই হোক না কেন।
ওটিটি আসার পর থেকে অভিনয়শিল্পীরা নাটকে কাজ কমিয়ে দিয়েছেন। অনেকেই মনে করছেন এ কারণে টেলিভিশনে শিল্পীর সংকট তৈরি হয়েছে। এ বিষয়ে আপনার মন্তব্য কী?
আসলে ব্যাপারটা তেমন নয়। সিনিয়ররা কাজ কমিয়ে দিচ্ছেন বলে শিল্পীর সংকট তৈরি হচ্ছে তা নয়। আগে যাঁরা সিনিয়র ছিলেন, তাঁরাও একসময় কাজ কমিয়ে দিয়েছিলেন। তখন নতুনরা উঠে এসেছিলেন। একসময় আমরাও কাজ কমিয়ে দেব, তখন অন্য কেউ আমাদের জায়গায় কাজ করবেন, এমনটাই নিয়ম। আর নতুন যাঁরা কাজ করছেন তাঁদের মধ্যে অনেকেই কিন্তু ভালো করছেন।