হোম > ফ্যাক্টচেক > আজকের ফ্যাক্ট

মধ্যপ্রাচ্যের হৃদয়বিদারক ঘটনা দাবিতে বাংলাদেশে ভিডিও ভাইরাল– জানুন আসল ঘটনা

ফ্যাক্টচেক  ডেস্ক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ১৬: ৪৬
আপডেট: ০৮ জানুয়ারি ২০২৫, ১৭: ১৮
মধ্যপ্রাচ্যের হৃদয়বিদারক সত্য ঘটনা দাবিতে ফেসবুকে ভাইরাল ভিডিও

মধ্যপ্রাচ্যের হৃদয়বিদারক ঘটনাদাবি করে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটিতেদেখা যাচ্ছে, একজন যুবক একজন নারীকে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সেখানে থাকা এক ছোট শিশুকে যুবকটি ঘরে রেখে আসেন। তারপর সেই নারীকে যুবকটি মাটিচাপা দেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে নারীটি সজাগ হয়ে গিয়ে যুবককে আঘাত করেন এবং একটি ছোট ছেলেকে নিয়ে তিনি বরফের পথে হাটতে হাটতে চলে যান। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘রাগ যে কত ভয়ানক। স্বামী স্ত্রীর সামান্য রাগের কারণে তাদের ফুল ফ্যামিলি শেষ। মধ্যপ্রাচের একটি ঘটনা খুবই দুঃখজনক।’

মো. মহসিন মোল্লা (MD Mohasin Mollah) নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ৬ জানুয়ারি বেলা পৌনে ৩টার দিকে ভিডিওটি পোস্ট করা হয়। ওই পোস্টে আজ বুধবার দুপুর একটা পর্যন্ত ১ হাজার ৬০০ কমেন্ট পড়েছে এবং ভিডিওটি ৫৮ লাখের বেশিবার দেখা হয়েছে। এছাড়া ১ হাজার ৮০০ ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে। এসবের কোনো কোনো অ্যাকাউন্ট ভিডিওটিকে ‘নাটিকা’ বলে উল্লেখ কমেন্ট করে। আবার ঘটনাটি সত্য মনে করে কিছু কিছু অ্যাকাউন্ট মন্তব্য করেছে। রূপালী রয় (Rupali Roy) নামে একটি অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘যারা বউয়ের গায়ে হাত তোলে তাদের আর কি বলব মানুষ এত খারাপ। ‘এসআই হৃদয় (Si Hridoy) নামে অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘যে পুরুষরা রাগ কন্ট্রোল করতে না পেরে স্ত্রীর উপর নির্যাতন করে তারা কাপুরুষ।’

সত্যতা যাচাইয়ের জন্য ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করা হলে NYN নামে একটি ইউটিউব চ্যানেলে ভিডিওটি পাওয়া যায়। ভিডিওটি গত ৩০ ডিসেম্বর প্রকাশিত হয়। ভিডিওটির টাইটেলে লেখা, ‘ফাতেমার অলৌকিক ভাবে মুক্তির যাযাবর জীবন’।

NYN নামক ইউটিউব চ্যানেলে গত ৩০ ডিসেম্বরে প্রকাশিত ভিডিও

NYN নামের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখা যায়, ভাইরাল ভিডিওতে দেখানো যুবক, নারী ও শিশুর পুর্বে একাধিক ভিডিও প্রকাশিত হয়েছে।

NYN ইউটিউব চ্যানেলে গত ৩০ ডিসেম্বরের পুর্বে প্রকাশিত ভিডিও

তাছাড়া গত ৩০ ডিসেম্বর ভিডিওটি প্রকাশ পাওয়ার পরেও একই ব্যক্তিদের একাধিক ভিডিও প্রকাশিত হয়েছে, যার অর্থ প্রকৃতপক্ষে কেউ মারা যান নি।

NYN ইউটিউব চ্যানেলে গত ৩০ ডিসেম্বরের পর প্রকাশিত ভিডিও

চ্যানেলটির শুরুর দিকে একইজাতীয় কিছু ভিডিওতেহ্যাশট্যাগে ইরান ফিল্ম লেখা দেখতে পাওয়া যায়, যা প্রমাণ করে এগুলো মূলত ইরানের নাটিকা।

টাইটেলে ইরান ফিল্ম লেখাসহ ভিডিওর দৃশ্য

এছাড়া অনুসন্ধানে একই জায়গাসদৃশ স্থানকে ইরানের গ্রাম হিসেবে উল্লেখ হতে একধিক ভিডিওতে (, ) দেখা যায়।

সুতরাং, অনুসন্ধানে পাওয়া তথ্যানুযায়ী এটা নিশ্চিত যে, ভিডিওটি একটি নাটিকা এবং ধারণা করা যায় ভিডিওটি ইরানের কোনো প্রত্যন্ত অঞ্চল থেকে ধারণ করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

তিব্বতে ভূমিকম্প আঘাত হানার দৃশ্য দাবিতে ভাইরাল হলো জাপানের পুরোনো ভিডিও

বাগেরহাটের বিষ্ণুপুর হিন্দুপল্লীতে আগুন— দাবিতে ভাইরাল ভিডিওটি বিএনপির দুই পক্ষের সংর্ষের

রোজাকে বিয়ে করতে গিয়ে মিথিলার কথা ভেবে কাঁদছেন তাহসান— ভাইরাল ভিডিওটির সত্যতা কী