হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

জেটব্লু এয়ারলাইনসের বিমানে এবার পাওয়া গেল দুটি মরদেহ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ২০: ৫৮
আপডেট: ০৮ জানুয়ারি ২০২৫, ১৩: ৩১
প্রতীকী ছবি

কয়েক দিন আগেই দেরি করে ফ্লাইট পরিচালনার জন্য জেটব্লু এয়ারলাইনসকে ২০ লাখ ডলার জরিমানা করেছে যুক্তরাষ্ট্রের পরিবহন বিভাগ (ইউএসডিওটি)। সপ্তাহ পেরোনোর আগেই আবার শিরোনাম হলো বিমান সংস্থাটি।

আজ মঙ্গলবার নিউজউইক জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ফোর্ট লডারডেল-হলিউড আন্তর্জাতিক বিমানবন্দরে জেটব্লু এয়ারলাইনসের একটি বিমানের ল্যান্ডিং গিয়ার থেকে দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

গতকাল সোমবার সন্ধ্যায় নিউইয়র্ক থেকে আসা ফ্লাইটটির রুটিন পরিদর্শনের সময় এই মৃতদেহগুলো পাওয়া যায়। বিমান সংস্থা জেটব্লু জানিয়েছে, মৃতদেহগুলো বিমানের ল্যান্ডিং গিয়ার কম্পার্টমেন্টে পাওয়া গেছে। এই ঘটনায় মৃত ব্যক্তিদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

এ বিষয়ে জেটব্লুর বিবৃতিতে বলা হয়েছে, ‘সোমবার সন্ধ্যায় ফোর্ট লডারডেল-হলিউড আন্তর্জাতিক বিমানবন্দরে আমাদের একটি বিমানের রুটিন পরিদর্শনের সময় ল্যান্ডিং গিয়ার কম্পার্টমেন্টে দুই ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া গেছে। এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা।’

কীভাবে ওই দুই ব্যক্তি বিমানে প্রবেশ করেছিলেন এবং সেখানে কী ঘটেছিল, তা এখন তদন্তাধীন বলেও জানিয়েছে বিমান সংস্থাটি। স্থানীয় ব্রোয়ার্ড শেরিফের অফিস এবং মেডিকেল পরীক্ষকেরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কিছুদিন আগেও একই রকম আরেকটি ঘটনা ঘটেছিল ইউনাইটেড এয়ারলাইনসের ক্ষেত্রেও। গত ক্রিসমাস ইভে সংস্থাটির শিকাগো থেকে হাওয়াইগামী একটি ফ্লাইটের ল্যান্ডিং গিয়ার বগি থেকে একটি মৃতদেহ পাওয়া যায়।

বিমানের হুইল ওয়েল বা ল্যান্ডিং গিয়ার কম্পার্টমেন্টে লুকিয়ে থাকার চেষ্টা অত্যন্ত বিপজ্জনক। সেখানে কম অক্সিজেন, তীব্র ঠান্ডা, পিষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি এবং বিমান চলাচলের সময় পড়ে যাওয়ার সম্ভাবনাও থাকে।

নভেম্বরের আরেকটি ঘটনায় এক নারী নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা এড়িয়ে ডেলটা এয়ারলাইনসের একটি প্যারিসগামী বিমানে উঠে পড়েছিলেন। বিমানকর্মীরা পরে তাঁকে শনাক্ত করেন এবং ফ্রান্সে পৌঁছে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।

মৃতদেহ উদ্ধারের ঘটনায় জেটব্লুর পক্ষ থেকে বলা হয়েছে, ‘এটি অত্যন্ত হৃদয়বিদারক একটি ঘটনা। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি, যাতে এই ঘটনার প্রকৃত কারণ জানা যায়।’

ফোর্ট লডারডেল বিমানবন্দর এবং ব্রোয়ার্ড শেরিফের অফিস এখনো এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে জেটব্লুর ফ্লাইটগুলো আজ মঙ্গলবার স্বাভাবিকভাবেই পরিচালিত হচ্ছে।

শৈশবে ধর্ষণের অভিযোগ বোনের, অস্বীকার করলেন স্যাম অল্টম্যান

ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকির বিরুদ্ধে ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

গহিন বনে পথ হারিয়ে যেভাবে ১৩ দিন বেঁচে ছিলেন হাইকার

১৭ বছর আগে নিহতের উদয়, জেলের ঘানি টানলেন চারজন