সাইবার অবকাঠামোতে হ্যাক বা অনুপ্রবেশের একাধিক অভিযোগে বেইজিংভিত্তিক সাইবার নিরাপত্তা কোম্পানির ওপর সম্প্রতি যুক্তরাষ্ট্রের আর্থিক নিষেধাজ্ঞার কড়া সমালোচনা করেছে চীন। পাল্টা ওয়াশিংটনের বিরুদ্ধে হ্যাকিংয়ের অভিযোগ তুলেছে দেশটির সাইবার নিরাপত্তা সংস্থা। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ এসব তথ্য জানিয়েছে।
চীনের কোম্পানি ইনটিগ্রিটি টেকনোলজি গ্রুপের ওপর নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেন, চীন সাইবার হামলার বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালাচ্ছে। যুক্তরাষ্ট্র চীনের ‘মানহানি’ করতে এই অপপ্রচার চালাচ্ছে।
তিনি আরো বলেন, ‘সাইবার হামলার জন্য চীনকে দায়ী করছে যুক্তরাষ্ট্র। একতরফাভাবে বেআইনি নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। নিজেদের আইনগত অধিকার ও স্বার্থ রক্ষায় আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
চীনের ন্যাশনাল সাইবার সিকিউরিটি ইনফরমেশন সেন্টার জানায়, ক্যালিফোর্নিয়া ও ফ্লোরিডাসহ বিভিন্ন এলাকার বিদেশি ওয়েবসাইট ও আইপি ঠিকানা থেকে চীনের নেটওয়ার্কে ট্রোজান প্রোগ্রাম, বটনেট, ফিশিং, মেধাস্বত্ব চুরি এবং গোপনীয়তা লঙ্ঘনের মাধ্যমে সাইবার হামলা চালানো হচ্ছে।
সংস্থাটি আরও জানায়, এসব হামলা চীনের অভ্যন্তরীণ নেটওয়ার্ক এবং ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় ধরনের হুমকি তৈরি করছে। কিছু কার্যক্রমকে অপরাধমূলক কাজ বলে সন্দেহ করছে চীন।
এদিকে নিষেধাজ্ঞার মুখে পড়া ইনটিগ্রিটি টেকনোলজি গ্রুপ যুক্তরাষ্ট্রের অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছে। গতকাল সোমবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের ‘মিথ্যা অভিযোগ’ এবং ‘একতরফা নিষেধাজ্ঞার’ তীব্র প্রতিবাদ জানায়।
প্রতিষ্ঠানটি জানায়, এই নিষেধাজ্ঞা তাদের ব্যবসায় বিরূপ প্রভাব ফেলবে না। কারণ, তারা যুক্তরাষ্ট্রে কোনো কার্যক্রম পরিচালনা করে না এবং সেখানে তাদের কোনো সম্পদও নেই।
গত শুক্রবার ইনটিগ্রিটি টেকনোলজির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্রের অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল। মার্কিন কর্মকর্তাদের অভিযোগ, চীনের হ্যাকাররা অর্থ বিভাগকে সেবাদানকারী বিয়ন্ড ট্রাস্ট নামে একটি সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠানের সিস্টেম হ্যাক করে।
গত মাসের শুরুর দিকেও যুক্তরাষ্ট্রের বড় তিনটি টেলিযোগাযোগ কোম্পানির সিস্টেমে হ্যাকিং বা অনুপ্রবেশের ঘটনা ঘটে। সেটাকে ‘সল্ট টাইফুন’ নাম দিয়েছে যুক্তরাষ্ট্র। ওই হামলায় মার্কিন আইনপ্রণেতাদের ফোন কল ও টেক্সট মেসেজের ডেটা চুরি করে হ্যাকাররা। এসব সাইবার হামলার ধরনের সঙ্গে চীনা হ্যাকারদের হামলার সামঞ্জস্য মিলেছে বলে মার্কিন কর্মকর্তাদের দাবি।