হোম > বিশ্ব

ইসরায়েলের প্রধামন্ত্রী হতে যাচ্ছেন নাফতালি বেনেট

অনলাইন ডেস্ক

আপডেট: ৩১ মে ২০২১, ১২: ০৬

ঢাকা: ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ডানপন্থী ইয়ামিনা পার্টির নেতা নাফতালি বেনেট। ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। সাবেক প্রযুক্তি উদ্যোক্তা ৪৯ বছর বয়সী কোটিপতি বেনেট ইসরায়েলের উগ্র ডানপন্থী ইয়ামিনা পার্টির নেতৃত্বে রয়েছে।

এই দলটি অধিকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের অংশ হিসেবে সংযুক্তির আহ্বান জানিয়ে আসছিল।

গাজায় ১১ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর বেনেট শেষ পর্যন্ত মধ্যপন্থী নেতা ইয়াইর লাপিডের সঙ্গে কোয়ালিশন করতে রাজি হয়। আর এতেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিদায়ঘণ্টা বেজে গেছে বলে মনে করছেন পর্যবেক্ষক ও বিশ্লেষকেরা।

ইসরায়েলের গণমাধ্যমমের প্রতিবেদনে বলা হয়, যে প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয়েছে, তা হলো, নেতানিয়াহুর জায়গায় বেনেট প্রধানমন্ত্রী হবেন। পরে তিনি এই পদ ৫৭ বছর বয়সী লাপিদের জন্য ছেড়ে দেবেন। তবে এই সমঝোতার কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়নি।

গতকাল রোববার একটি ভাষণে বেনেট বলেন, বামপন্থীরাও তাকে কোয়ালিশন সরকার গঠনে সমর্থন দেবে।

মাত্র দু’বছরের মধ্যে চারটি পার্লামেন্ট নির্বাচন হয়েছে। কিন্তু এ সময়ে টেকসই কোনো সরকার গঠিত হয়নি। সর্বশেষ সেখানে নির্বাচন হয়েছে গত ২৩ মার্চ।

এরপর বিরোধী দল ইয়েশ আটিদ পার্টির নেতা ইয়াইর লাপিডকে নতুন সরকার গঠনের জন্য ২৮ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। এ সময় শেষ হচ্ছে আগামী বুধবার। এ সময়ের ১২০ সদস্যের পার্লামেন্টে সরকার গঠন করতে হলে ৬১টি আসন পেতে হবে। পার্লামেন্টে বেনেটের দলের কাছে মাত্র ছয়জন সদস্য আছে। কিন্তু এই ছয়জনের সমর্থন সরকার গঠনের ক্ষেত্রে খুবই জরুরি। কারণ এই আসনগুলো দিয়ে ইয়াইর লাপিডকে কোয়ালিশন সরকার গঠন করতে হবে।

যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর সাবেক কমান্ডো বেনেট জন্ম গ্রহণ করেছে যুক্তরাষ্ট্রে। বর্তমানে তিনি ইসরায়েলের রায়ানানা শহরে চার সন্তান এবং স্ত্রীকে নিয়ে বাস করেন।

২০০৫ সালে বেনেট তাঁর প্রযুক্তি ব্যবসা বিক্রি করে দিয়ে রাজনীতিতে প্রবেশ করেন। পরে তিনি নেতানিয়াহুর চিফ অব স্টাফ পদে নিয়োগ পান। তখন নেতানিয়াহু বিরোধী দলের নেতা ছিলেন।

২০১০ সালে নেতানিয়াহুর অফিস ছাড়ার পড় বেনেট ইয়েসা কাউন্সিলের প্রধান হন। যারা পশ্চিম তীরে ইহুদি বসতি বাড়ানোর সঙ্গে সংশ্লিষ্ট ছিল। ২০১২ সাল বেনেট ডানপন্থী দল জেউইশ হোম পার্টির দায়িত্ব নেন। তখন দলটি প্রায় বিলুপ্তির পথে ছিল। ওই দলের দায়িত্ব নেওয়ার পর একের পর ফিলিস্তিনবিরোধী বক্তব্য দিয়ে গণমাধ্যমের খবর হন বেনেট।

২০১৩ সালে বেনেট বলেছিলেন, ফিলিস্তিনি সন্ত্রাসীদের মেরে ফেলা উচিত। তাদের মুক্তি দেওয়া ঠিক হবে না।

ওই সময় তিনি আরও বলেন, পশ্চিম তীর অধিকৃত নয় কারণ সেখানে কোনো ফিলিস্তিন রাষ্ট্রই ছিল না।

নেতানিয়াহুর সরকারের আমলে অর্থ এবং শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছেন বেনেট। ২০১৮ সালে বেনেত জেউইশ হোম দলটির নাম পরিবর্তন করেন ইয়ামিনা নাম দিয়ে নতুনভাবে রাজনীতি শুরু করে।

উল্লেখ্য, ডানপন্থী নেতা বেনিয়ামিন নেতানিয়াহু ২০০৯ সাল থেকে টানা ক্ষমতায়। তার এ সময়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। এসব অভিযোগের বিচার চলছে আদালতে। তবে তিনি নিজে এসব দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট কী, যুক্তরাষ্ট্রে এর সূচনা হয় কীভাবে

বিদায়ের আগে ৯ লাখের বেশি অভিবাসীর সুরক্ষায় বাইডেন প্রশাসনের বিশেষ উদ্যোগ

লস অ্যাঞ্জেলেসে দাবানল: অগ্নিনির্বাপণে ১০০০ হাজতি নিয়োগ নিয়ে বিতর্ক

লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানলের তদন্ত চলছে, সর্বশেষ যা জানা গেল