হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

জোট সরকার ইসরায়েলের নিরাপত্তার জন্য বিপজ্জনক: নেতানিয়াহু

ঢাকা: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ার করে বলেছেন যে, প্রস্তাবিত নতুন জোট সরকার দেশটির "নিরাপত্তার জন্য বিপজ্জনক" হতে পারে। উগ্র-জাতীয়তাবাদী নেতা নাফতালি বেনেট মধ্যপন্থী ইয়াইর লাপিদের সাথে আলোচনায় বসবেন এমন ঘোষণার পর গতকাল রোববার নেতানিয়াহু এমন মন্তব্য করেন।

নেতানিয়াহু বলেন, বামপন্থী কোন সরকার গঠন করবেন না- এ ধরণের সরকার ইসরায়েলের নিরাপত্তা এবং ভবিষ্যতের জন্য বিপজ্জনক হবে।

এরইমধ্যে নেতানিয়াহু ইসরায়েলের ডানপন্থী রাজনীতিবিদদের আহ্বান জানিয়েছেন যে, তারা যাতে কোন ধরণের চুক্তিতে সমর্থন না দেয়।

নতুন জোট সরকার গঠনের জন্য বুধবার পর্যন্ত সময় হাতে পাচ্ছেন ইসরায়েলের প্রধান বিরোধী দলীয় নেতা ইয়াইর লাপিড।

ডানপন্থী নেতা বেনিয়ামিন নেতানিয়াহু ২০০৯ সাল থেকে টানা ক্ষমতায়। তার এ সময়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। এসব অভিযোগের বিচার চলছে আদালতে। তবে তিনি নিজে এসব দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন।

মাত্র দু’বছরের মধ্যে চারটি পার্লামেন্ট নির্বাচন হয়েছে। কিন্তু এ সময়ে টেকসই কোনো সরকার গঠিত হয়নি। সর্বশেষ সেখানে নির্বাচন হয়েছে গত ২৩ মার্চ। সেখানে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি নেতানিয়াহুর দল লিকুদ পার্টি।
এমন পরিস্থিতিতিতে বিরোধী দল ইয়েশ আটিদ পার্টির নেতা ইয়াইর লাপিডকে নতুন সরকার গঠনের জন্য ২৮ দিনের সময় বেঁধে দেয় ইসরায়েলের প্রেসিডেন্ট । এ সময় শেষ হচ্ছে আগামী বুধবার।

এ সময়ের ১২০ সদস্যের পার্লামেন্টে সরকার গঠন করতে হলে ৬১টি আসন পেতে হবে। পার্লামেন্টে বেনেটের দলের কাছে মাত্র ছয়জন সদস্য আছে। কিন্তু এই ছয়জনের সমর্থন সরকার গঠনের ক্ষেত্রে খুবই জরুরি। কারণ এই আসনগুলো দিয়ে ইয়াইর লাপিডকে কোয়ালিশন সরকার গঠন করতে হবে।

গাজায় ১১ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর বেনেট শেষ পর্যন্ত গতকাল রোববার মধ্যপন্থী নেতা ইয়াইর লাপিডের সঙ্গে কোয়ালিশন করতে রাজি হয়। আর এতেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিদায়ঘণ্টা বেজে গেছে বলে মনে করছেন পর্যবেক্ষক ও বিশ্লেষকেরা।

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন