আকস্মিকভাবে ইসরায়েলে নজিরবিহীন হামলা শুরু করেছে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণ করে এই গ্রুপটি। আজ শনিবার ভোর থেকে স্থল, জল ও আকাশপথে সমন্বিত হামলা করে তারা। এতে অন্তত ৪০ জন ইসরায়েলি নিহত এবং পাঁচ শতাধিক আহত হয়েছে বলে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হচ্ছে।
বহু ইসরায়েলিকে তাদের বাড়িতে অবরুদ্ধ করে রেখেছেন হামাসের সশস্ত্র যোদ্ধারা। কয়েকজন ইসরায়েলি সেনাকে আটক করারও দাবি করেছে হামাস। জবাবে গাজায় ব্যাপক বিমান হামলা শুরু করেছে ইসরায়েল।
সমুদ্র উপকূলীয় ফিলিস্তিনি ভূখণ্ড গাজাকে দীর্ঘদিন ধরেই ইসরায়েল অবরুদ্ধ করে রেখেছে। প্রায় বিচ্ছিন্ন এই ভূখণ্ড নিয়ন্ত্রণ করে সশস্ত্র গ্রুপ হামাস। হামাসের রকেট হামলার জবাবে প্রায়ই ইসরায়েলি বাহিনী স্থল ও আকাশপথে ভারী অস্ত্র ব্যবহার করে।
এখন পর্যন্ত যা ঘটেছে
হামাস এই হামলার নাম দিয়েছে ‘অপারেশন আল আকসা ফ্লাড’। ২০২১ সালের ১১ দিনের যুদ্ধের পর হামাস ও ইসরায়েলের মধ্যে এটিই সবচেয়ে বড় রক্তক্ষয়ী যুদ্ধ হতে যাচ্ছে।
হামাস দাবি করছে, ইসরায়েলকে লক্ষ্য করে এরই মধ্যে তারা পাঁচ হাজার রকেট নিক্ষেপ করেছে। ইসরায়েল জানিয়েছে, হামাসের যোদ্ধারা ইসরায়েলের সীমানায় ঢুকে পড়েছে। হামাসের দাবি, হাজারখানেক যোদ্ধা এরই মধ্য ইসরায়েলে ঢুকে পড়েছেন। বেশ কয়েকটি ইসরায়েলি ট্যাংক দখলের ছবি ও ভিডিও বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র দানিয়েল হাগারি বলেছেন, হামাস বাহিনী একসঙ্গে জল, স্থল ও আকাশপথে হামলা চালাচ্ছে। প্রথম পর্বের রকেট ছোড়া হয় আজ স্থানীয় সময় ভোর সাড়ে ৬টায়।
ইসরায়েলি বাহিনী জানিয়েছে, গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান শুরু হয়েছে। এ অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন আইরন সোর্ডস’।
এমন সময় এ হামলা হলো, যখন ইসরায়েলে ইহুদিদের ধর্মীয় উৎসব চলছে। সপ্তাহব্যাপী সুক্কোত উৎসবের শেষ পর্ব সিমচাত তোরাহ চলছিল আজ।
যেসব স্থানে হামলা
রাজধানী তেল আবিবের দূরবর্তী উত্তরাংশে হামাসের রকেট আঘাত হেনেছে। ইসরায়েলের দক্ষিণাঞ্চলেও সশস্ত্র যোদ্ধাদের পাঠিয়েছে হামাস। ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো বলছে, সিদেরত শহরে হামাসের যোদ্ধারা পথচারীদের ওপর নির্বিচারে গুলি করেছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, শহরের রাস্তায় গোলাগুলি চলছে। শহরতলিতে অস্ত্রধারীরা জিপে চড়ে ঘুরছে। একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, হামাসের যোদ্ধারা ইসরায়েলের বেশ কয়েকটি আবাসিক এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে। গৃহবন্দী বাসিন্দারা মরিয়া হয়ে সরকারের সহায়তা চাচ্ছে।
আকস্মিক হামলার কারণ
হামাসের মুখপাত্র খালেদ কাদোমি আল জাজিরাকে বলেছেন, কয়েক দশক ধরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি নিপীড়নের জবাব দিতেই এই সামরিক অভিযান চালানো হয়েছে।
তিনি বলেন, ‘আমরা চাই, আন্তর্জাতিক সম্প্রদায় গাজায়, ফিলিস্তিনি নাগরিক এবং আল আকসার মতো আমাদের পবিত্র স্থানগুলোতে ইসরায়েলি দখলদারি বন্ধ করতে এগিয়ে আসবে। এই যুদ্ধের পেছনে এসব বিষয় রয়েছে।’
হামাসের সামরিক কমান্ডার মোহাম্মদ দাইফ বলেছেন, ‘পৃথিবীর বুকে শেষ দখলদারির অবসান ঘটাতেই এই যুদ্ধ। এটাই হলো সেই মহাযুদ্ধের দিন।’ ইসরায়েলকে লক্ষ্য করে পাঁচ হাজার রকেট ছোড়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
দাইফ বলেছেন, ‘যাঁদের হাতেই অস্ত্র রয়েছে, তাঁদের এই যুদ্ধে শামিল হওয়া উচিত। আমাদের সময় সমাগত।’
টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে হামাস বলেছে, ‘পশ্চিম তীরের প্রতিরোধ যোদ্ধাদের পাশাপাশি আমাদের আরব এবং ইসলামি রাষ্ট্রগুলোকে এই সশস্ত্র সংগ্রামে অংশ নেওয়া আহ্বান জানাই।’
উল্লেখ্য, ২০০৮ সাল থেকে এ পর্যন্ত ফিলিস্তিনি সীমানায় চারটি যুদ্ধ সংঘটিত হয়েছে। ইসরায়েলি হামলায় হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে। এর মধ্যে বেশির ভাগই বেসামরিক। গাজা উপত্যকায় ২২ লাখ মানুষের বাস। পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর একটি এই ভূখণ্ড। সেখানে প্রজন্মের পর প্রজন্ম মানবেতর জীবন যাপন করছে ফিলিস্তিনিরা।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজা উপত্যকায় হামাসের অবস্থান লক্ষ্য করে বহু যুদ্ধবিমান থেকে হামলা চালানো হচ্ছে। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, কেফার আজা, সেদারত, সুফা, নাহাল ওজ, মাজেন, বিএরি এবং রেইম সামরিক ঘাঁটিতে তুমুল গোলাগুলি চলছে।