হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হামাসের হামলায় ৪০ ইসরায়েলি নিহত, যা বললেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক

আপডেট: ০৭ অক্টোবর ২০২৩, ১৯: ২৪

ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র গোষ্ঠী হামাসের আকস্মিক হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে ইসরায়েলি নিরাপত্তাব্যবস্থা। এরই মধ্যে অন্তত ৪০ ইসরায়েলি নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ। 

হারেৎজের প্রতিবেদন অনুযায়ী, গাজা থেকে বেশ কয়েকজন ফিলিস্তিনি সশস্ত্র লোক ইসরায়েলের ভেতরে ঢুকে পড়েছেন। তাঁরা স্থল, জল ও আকাশপথ ব্যবহার করে ইসরায়েলে ঢুকে এলোপাতাড়ি গুলি চালাচ্ছেন। এ ছাড়া গাজা উপত্যকা আড়াই হাজারের বেশি রকেট ছুড়েছে। অন্তত ৪০ জন ইসরায়েলি প্রাণ হারিয়েছে, আহত হয়েছে পাঁচ শতাধিক। 

ইসরায়েলের সেনাবাহিনীও গাজায় হামাসের অবস্থান লক্ষ্য করে আকাশপথে হামলা শুরু করেছে। বেশি কিছু ইসরায়েলি নাগরিককে গৃহবন্দী করে ফেলে হামাসের সশস্ত্র যোদ্ধারা। 

এদিকে হামাসের এই আকস্মিক হামলায় প্রতিক্রিয়ায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এক বিবৃতিতে ফিলিস্তিনি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। আজ শনিবার পরিস্থিতির প্রাথমিক পর্যবেক্ষণ শেষে তিনি ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিরাপত্তা বাহিনীকে দেশের সবখানে ফিলিস্তিনিদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে। 

মাহমুদ আব্বাস বলেছেন, ফিলিস্তিনের ভূমি দখল করে বসবাসকারী এবং ইসরায়েলি দখলদার বাহিনীর আক্রমণ থেকে নিজেদের রক্ষা করার অধিকার ফিলিস্তিনি মানুষের রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

সিরিয়াকে বিভক্ত করার পরিকল্পনা ইসরায়েলের

সেনাপ্রধানকে প্রেসিডেন্ট নির্বাচিত করল লেবানন

তালেবানের সঙ্গে সম্পর্ক ঝালাই করছে ভারত

নেতানিয়াহুকে ‘কুচকুচে কালো কুকুরছানা’ বলে গালি দেওয়ার ভিডিও শেয়ার ট্রাম্পের