ইসরায়েলে হামাসের মারাত্মক হামলার পর মধ্যপ্রাচ্যের সহিংসতার বিষয়ে আগামীকাল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ একটি জরুরি বৈঠক আহ্বান করেছে। ফরাসি বার্তাসংস্থা এএফপি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
আজ শনিবার জাতিসংঘের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনি প্রশ্নসহ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য কাউন্সিল রোববার স্থানীয় সময় বিকেল ৩টায় এ বৈঠক হবে।
এদিকে আজ শনিবার ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস গাজা উপত্যকা থেকে পাঁচ হাজার রকেট ছোড়ে। একই সঙ্গে হামাসের যোদ্ধারা ভূমি দিয়ে বেশ কয়েকটি ইসরায়েলি শহরে প্রবেশ করে। এতে দুই পক্ষের মধ্যে চরম সংঘর্ষে এ পর্যন্ত ১০০ ইসরায়েলি ও ১৯৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
আরও পড়ুন: