হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ নিয়ে জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

অনলাইন ডেস্ক

আপডেট: ০৭ অক্টোবর ২০২৩, ২৩: ৩০

ইসরায়েলে হামাসের মারাত্মক হামলার পর মধ্যপ্রাচ্যের সহিংসতার বিষয়ে আগামীকাল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ একটি জরুরি বৈঠক আহ্বান করেছে। ফরাসি বার্তাসংস্থা এএফপি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

আজ শনিবার জাতিসংঘের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনি প্রশ্নসহ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য কাউন্সিল রোববার স্থানীয় সময় বিকেল ৩টায় এ বৈঠক হবে।

এদিকে আজ শনিবার ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস গাজা উপত্যকা থেকে পাঁচ হাজার রকেট ছোড়ে। একই সঙ্গে হামাসের যোদ্ধারা ভূমি দিয়ে বেশ কয়েকটি ইসরায়েলি শহরে প্রবেশ করে। এতে দুই পক্ষের মধ্যে চরম সংঘর্ষে এ পর্যন্ত ১০০ ইসরায়েলি ও ১৯৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

আরও পড়ুন:

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

সিরিয়াকে বিভক্ত করার পরিকল্পনা ইসরায়েলের

সেনাপ্রধানকে প্রেসিডেন্ট নির্বাচিত করল লেবানন

তালেবানের সঙ্গে সম্পর্ক ঝালাই করছে ভারত

নেতানিয়াহুকে ‘কুচকুচে কালো কুকুরছানা’ বলে গালি দেওয়ার ভিডিও শেয়ার ট্রাম্পের