হোম > চাকরি

১ হাজার ৫৫৪ পদে ব্যাংকে চাকরি

চাকরি ডেস্ক

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ১১: ৫৬
প্রতীকী ছবি

ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে ৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এসব প্রতিষ্ঠানে ১ হাজার ৫৫৪ জন নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম: সিনিয়র অফিসার (সাধারণ)।

পদসংখ্যা: ১৫৫৪টি।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা।

৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠান হলো: সোনালী ব্যাংকে ৪২২টি, অগ্রণী ব্যাংকে ৪০০, বাংলাদেশ কৃষি ব্যাংকে ২৪২, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ১৯০, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ১৮৯, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে ২৬, কর্মসংস্থান ব্যাংকে ২৪, বেসিক ব্যাংকে ২০, প্রবাসী কল্যাণ ব্যাংকে ৭টি, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশে ১৯ ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে ১৫টি।

বয়সসীমা: ২১-৩২ বছর।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইটের এ লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদন ফি: ২০০ টাকা।

আবেদনের শেষ সময়: ৩০ জানুয়ারি ২০২৫।

সূত্র: বিজ্ঞপ্তি