হোম > জাতীয়

ব্যাংককে অনুষ্ঠেয় বিমসটেক শীর্ষ সম্মেলন স্থগিত

বিশেষ প্রতিনিধি, ঢাকা

প্রকাশ : ২২ আগস্ট ২০২৪, ২২: ৫৮

ষষ্ঠ শীর্ষ বিমসটেক শীর্ষ সম্মেলন স্থগিত করা হয়েছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠেয় সাত জাতির আঞ্চলিক জোটের শীর্ষ নেতাদের সম্মেলনটি দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

থাই পররাষ্ট্র মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার দুপুরে অনানুষ্ঠানিকভাবে বিমসটেক শীর্ষ সম্মেলন স্থগিত করার সিদ্ধান্ত সদস্য দেশগুলোকে জানিয়েছে। 

জানা গেছে, আগামী ২-৪ সেপ্টেম্বর ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সাত–জাতির আঞ্চলিক জোট বিমসটেকের (বঙ্গোপসাগরীয় বহুমাত্রিক কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতার জোট) ষষ্ঠ শীর্ষ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের অংশ নেওয়ার কথা ছিল। 

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, থাই পররাষ্ট্র মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার দুপুরে বিমসটেক শীর্ষ সম্মেলন স্থগিত করার সিদ্ধান্ত সদস্য দেশগুলোকে জানিয়েছে। তবে থাইল্যান্ড আগামী কয়েক মাসের মধ্যে শীর্ষ সম্মেলনটি আয়োজন করবে বলে জানিয়েছে।

সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে রয়েসয়ে এগোবে সরকার

বিদ্রোহ নয়, এটি ছিল কর্মকর্তা হত্যার ষড়যন্ত্র

জুলাই ঘোষণাপত্র নিয়ে জনসংযোগে বৈষম্যবিরোধীরা

পৌরসভা বিলুপ্তির কথা ভাবছে সংস্কার কমিশন