পুলিশের ৯ কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ, ৮ জনকে বদলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪, ১৯: ৪৬

বাংলাদেশ পুলিশের ৯ জন কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ (তাৎক্ষণিক বদলি) করেছে সরকার। এ ছাড়া অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদে আটজন কর্মকর্তাকে বদলি-পদায়ন করা হয়েছে।

আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, স্ট্যান্ড রিলিজ (তাৎক্ষণিক বদলি) হওয়া ৯ জন কর্মকর্তার মধ্যে ১৩ এপিবিএনের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) তোফায়েল আহাম্মদকে অতিরিক্ত ডিআইজি পদে পুলিশ সদর দপ্তর, নৌ-পুলিশের অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তীকে খুলনা রেঞ্জের ডিআইজি কার্যালয়ে, ডিএমপির যুগ্মকমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহানকে গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার, এসবির পুলিশ সুপার জেসমিন কেকাকে রাজশাহী ডিআইজির রেঞ্জের কার্যালয়ে, সুনামগঞ্জের কমানডেন্ট নিকুলিন চাকমাকে রেলওয়ে পুলিশ সুপার, ডিএমপির উপকমিশনার হুমায়রা পারভীনকে রংপুর সিটিপি পুলিশ সুপার, এসবির পুলিশ সুপার আবুল কাশেম মো. বাকী বিল্লাহকে দিনাজপুর কমান্ডেন্ট, ডিএমপির উপকমিশনার মাহমুদুল হাসানকে সিলেট কমান্ডেন্ট এবং ডিএমপির অতিরিক্ত উপকমিশনার রাজীব দাসকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদে তাৎক্সণিক বদলি করা হয়েছে।

অপর এক প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক আবু হাসান মুহম্মদ তারিখকে পুলিশ স্টাফ কলেজের রেক্টর, নাটোর পুলিশ সুপার মারুফাত হুসাইনকে দিনাজপুর পুলিশ সুপার, পুলিশ সদর দপ্তরের এআইজি মোহাম্মদ আমজাদ হোসাইনকে নাটোর পুলিশ সুপার, এসবির পুলিশ সুপার জাকির হোসেনকে দিনাজপুরে পুলিশ সুপার বদলির আদেশ বাতিল করা হয়েছে।

চট্টগ্রামে বদলির আদেশকৃত পুলিশ সুপার আবু সায়েম প্রধানকে পুলিশ সুপার চট্টগ্রাম বদলির আদেশ বাতিল, টাঙ্গাইল পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুকে পুলিশ সুপার চট্টগ্রাম, ডিআইডির পুলিশ সুপার মিজানুর রহমানকে টাঙ্গাইল পুলিশ সুপার এবং অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত ডিএমপির উপকমিশনার মোহাম্মদ মাহবুব হাসানকে সিআইডির পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।

তদবির আমলে না নিয়ে একান্ত সচিবকে জানাতে বললেন উপদেষ্টা নাহিদ

২০২৫ অথবা ২৬, নির্বাচনের দুটি সম্ভাব্য সময়সীমার কথা বললেন প্রধান উপদেষ্টা

ভারতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন ৫০ বিচারক

গত তিনটি সংসদ ছিল ভুয়া: প্রধান উপদেষ্টা