আগুনে ক্ষতিগ্রস্ত সচিবালয়ের ৭ নম্বর ভবন খুলে দেওয়া হয়েছে। পুড়ে যাওয়া চারটি তলা বাদে অন্য তলাগুলোতে দাপ্তরিক কাজ করছেন কর্মকর্তা-কর্মচারীরা। অগ্নিকাণ্ডের পর থেকে এত দিন উপদেষ্টা ও সচিব ছাড়া কারও গাড়ি সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া না হলেও আজ রোববার থেকে অন্য কর্মকর্তা-কর্মচারীদের গাড়িও ঢুকতে দেওয়া হয়েছে।
আগামী ১০ থেকে ১২ দিনের মধ্যে পুড়ে যাওয়া চারটি তলার সংস্কারকাজ শেষ হবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তসচিব মো. হামিদুর রহমান খান।
আজ ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করে তিনি সাংবাদিকদের বলেন, ‘ক্ষতিগ্রস্ত চারটি ফ্লোরে সংস্কারকাজ শেষ করতে ১০ থেকে ১২ দিন লাগবে। আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সংস্কারকাজ শেষ করা যায়। ৭ নম্বর ভবনে এখনো পানি সরবরাহ করা সম্ভব হয়নি। আশা করছি আজকের মধ্যে পানি সরবরাহ করা সম্ভব হবে।’
সরেজমিন দেখা গেছে, ৭ নম্বর ভবনের নিচতলা থেকে পঞ্চম তলা পর্যন্ত দাপ্তরিক কার্যক্রম চললেও ভবনটির ষষ্ঠ থেকে নবম তলায় গণপূর্ত বিভাগের কর্মী ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
পঞ্চম তলায় পূর্ব পাশে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পশ্চিম পাশে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। চতুর্থ তলায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, তৃতীয় তলায় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, দ্বিতীয় তলায় স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অফিস করছেন।
৭ নম্বর ভবনের বিভিন্ন তলা থেকে এখনো পোড়া গন্ধ বের হচ্ছে। মেঝেতে ছাইয়ের ছোপ ছোপ কালো দাগ। লিফট এখনো বন্ধ রাখা হয়েছে।