হোম > রাজনীতি

রোববার খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন স্থায়ী কমিটির নেতারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫, ২৩: ৩৮
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে আগামীকাল রোববার দেখা করবেন দলের স্থায়ী কমিটির সদস্যরা।

রাত ৮টায় গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় যাবেন তাঁরা।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান আজ শনিবার এ তথ্য জানিয়েছেন।

দলীয় সূত্র বলছে, কয়েক দিনের মধ্যে চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার কথা রয়েছে খালেদা জিয়ার। মূলত এ উপলক্ষেই বিএনপির নীতিনির্ধারকেরা চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে যাচ্ছেন।

সেখানে খালেদা জিয়া নেতাদের বিভিন্ন দিকনির্দেশনা দেবেন বলে জানিয়েছে সূত্রটি।