হোম > রাজনীতি

দেশ ও মানুষের মঙ্গলের জন্য খালেদা জিয়ার সুস্থতা জরুরি: জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ২০: ০১
আপডেট: ০৭ জানুয়ারি ২০২৫, ২০: ০১
জিএম কাদের। ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। আজ মঙ্গলবার জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ মঙ্গলবার এক শুভকামনা বার্তায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তাঁর পরিবার এবং খালেদা জিয়ার অনুসারীদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন তিনি।

শুভকামনা বার্তায় জি এম কাদের বলেন, ‘দেশের রাজনীতিতে খালেদা জিয়া গুরুত্বপূর্ণ। দেশ ও দেশের মানুষের মঙ্গলের জন্য তাঁর সুস্থতা জরুরি। খালেদা জিয়া চিকিৎসা শেষে দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরবেন বলে আশা প্রকাশ করছি।’

উন্নত চিকিৎসার জন্য আজ রাত ১০টায় কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা ছেড়ে যাবেন খালেদা জিয়া। যুক্তরাজ্যে পৌঁছানোর পর সরাসরি তাঁকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে। সেখানে কিছুদিন চিকিৎসার পর যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হসপিটালে খালেদা জিয়ার চিকিৎসা নেওয়ার কথা রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

খালেদা জিয়ার চিকিৎসা শুরু, চিকিৎসক সম্পর্কে যা জানা গেল

দৃশ্যমান পদক্ষেপ নিতে দেখা যায়নি সরকারকে, জুলাই ঘোষণাপত্র নিয়ে হাসনাত

নিজে গাড়ি চালিয়ে মাকে হাসপাতালে নিলেন তারেক রহমান

নাশকতার মামলায় গয়েশ্বর–শামাসহ ১৭৩ নেতা–কর্মীকে অব্যাহতি