১৪ দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার বিকেল ৫টায় গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান। তিনি বলেন, বিকেল ৫টায় গণভবনে ১৪ দলীয় জোটের নেতাদের নিয়ে বৈঠক করবেন প্রধানমন্ত্রী।
কী বিষয়ে এ বৈঠক হতে পারে এমন প্রশ্নের জবাবে গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন আজকের পত্রিকাকে বলেন, সমসাময়িক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে।
উল্লেখ্য, গত শুক্রবার (১৯ জুলাই) গণভবনে ১৪ দলীয় জোটের নেতাদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী।