হোম > রাজনীতি

কমিটি বাতিলের দাবিতে প্রধান ফটকের সামনে অবস্থান জবি ছাত্রদলের একাংশের

জবি প্রতিনিধি 

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ১৪: ৫৭
আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪, ১৬: ০৮
ছবি: আজকের পত্রিকা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে আন্দোলনরত একদল নেতা-কর্মী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের রাস্তায় প্ল্যাকার্ড হাতে বসে পড়েছেন। আজ মঙ্গলবার দুপুরে শাখা ছাত্রদলের একাংশ এই কর্মসূচি পালন করে। এ সময় আন্দোলনরত নেতা-কর্মীরা ‘পকেট কমিটি মানি না, মানব না’, ‘বিতর্কিত কমিটি মানি না, মানব না’সহ নানা স্লোগান দিতে থাকেন।

আন্দোলনরত নেতা-কর্মীরা আহ্বায়ক কমিটিতে দীর্ঘদিন ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা নেতাদের উপেক্ষা করার কথা বলেন। এতে তুলনামূলক নিষ্ক্রিয়, বিতর্কিত, এমনকি ছাত্রলীগ থেকে আসা কর্মীদের পদায়ন করা হয়েছে বলেও অভিযোগ করেন তাঁরা।

সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নিবিড় মুন্সী বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বৈষম্যমূলক যে কমিটি গঠন করা হয়েছে তার প্রতিবাদে আজকের অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। যত দিনে এই কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন না করা হবে, তাত দিন পর্যন্ত আন্দোলন চলবে।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাবেক ২ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ সবুজ, নিবিড় মুন্সী, পিয়ার আলী আল্লান হীরা, মোহাম্মদ নাজমুল আলম, মিয়া রাসেল, মারুফ আহমেদ, রাশেদুল ইসলাম রাহাত, সাবেক সহসাধারণ সম্পাদক শিহাব উদ্দিন খান, সাবেক সহসংগঠনিক সম্পাদক আরিফুল রহমান, সোলাইমান খান সাগর, আব্দুল আলিম, জিহাদুল ইসলাম জিহাদ, ওমর ফারুক, মাহবুব আলমসহ নেতা–কর্মীরা।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

খালেদা জিয়ার চিকিৎসা শুরু, চিকিৎসক সম্পর্কে যা জানা গেল

দৃশ্যমান পদক্ষেপ নিতে দেখা যায়নি সরকারকে, জুলাই ঘোষণাপত্র নিয়ে হাসনাত

নিজে গাড়ি চালিয়ে মাকে হাসপাতালে নিলেন তারেক রহমান

নাশকতার মামলায় গয়েশ্বর–শামাসহ ১৭৩ নেতা–কর্মীকে অব্যাহতি