উচ্চ ঝুঁকির হৃদরোগ শনাক্তে চিকিৎসকদের সাহায্য করতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। গবেষণার মাধ্যমে নতুন এই প্রক্রিয়া উদ্ভাবন করেছেন যুক্তরাজ্যের গবেষকেরা। বিবিসির প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
এই এআই সিস্টেমটির নাম ‘অপটিমাইজ’। সিস্টেমটিকে প্রশিক্ষণ দিয়েছে যুক্তরাজ্যের লিডস বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা।
১৯৯৮ থেকে ২০০৮ সালের মধ্যে ৩০ বছর বয়সের বেশি দুই মিলিয়ন বা ২০ লাখেরও বেশি মানুষের স্বাস্থ্য রেকর্ড ব্যবহার করা হয়েছে এই সিস্টেমে। অপটিমাইজ ৪ লাখ ১৬ হাজার ২২৮ জনকে হৃদ্যন্ত্রের অসুস্থতা, স্ট্রোক ও ডায়াবেটিসের মতো ঝুঁকিপূর্ণ অবস্থায় চিহ্নিত করেছে। হৃদ্রোগের ঝুঁকি উচ্চ বলে চিহ্নিত হওয়া রোগীদের মধ্যে ৭৪ শতাংশ রোগী হৃদ্রোগজনিত কারণে মারা গিয়েছিলেন।
অপটিমাইজ ব্যবহার করে আরও ৮২ জন উচ্চ ঝুঁকির রোগী পরীক্ষা করে গবেষকেরা। পরীক্ষা দেখা যায়, এক-পঞ্চমাংশ রোগীর মধ্যম বা উচ্চ ঝুঁকির ক্রনিক কিডনি রোগ আছে, যা আগে শনাক্ত করা হয়নি।
উচ্চ রক্তচাপযুক্ত রোগীদের মধ্যে অধিকাংশকেই নতুন ওষুধ দেয়া হয়েছে, যাতে তাদের হৃদ্রোগের ঝুঁকি আরও ভালোভাবে কমানো যায়। গবেষকদের মতে, এই পদ্ধতি চিকিৎসকদের রোগীদের রোগ দ্রুত শনাক্ত করতে এবং সেই অনুযায়ী চিকিৎসা দিতে সাহায্য করতে পারে। এই পদ্ধতি যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) –এর ওপর চাপ কমাতে সাহায্য করতে পারে।
লিডস বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য ডেটা গবেষণা ফেলো ড. রমেশ নাদারাজাহ বলেন, ‘হৃদ্রোগজনিত মৃত্যুগুলো প্রায়ই বিভিন্ন কারণের সম্মিলনে ঘটে। এআই এই সহজলভ্য ডেটা ব্যবহার করে চিকিৎসকদের নতুন অন্তর্দৃষ্টি প্রদান করবে যা রোগীদের সময়মতো যত্ন নিশ্চিত করতে সাহায্য করতে পারে।’
লন্ডনের ইউরোপিয়ান সোসাইটি অব কার্ডিওলজি কংগ্রেসে তাদের এই ফলাফল উপস্থাপন করেছে গবেষকেরা। তাঁরা এটি আরও বৃহত্তর পরিসরে পরীক্ষা করার পরিকল্পনা করছে।
ড. নাদারাজাহ আরও বলেন, ‘এই গবেষণা হৃদ্রোগ ও সঞ্চালন সংক্রান্ত রোগে আক্রান্ত রোগীদের উপকারে আসবে বলে আমরা আশা করি এবং এনএইচএসের সিস্টেমের ওপর চাপ কমাতে সাহায্য করবে। কারণ প্রতিরোধ প্রায়ই চিকিৎসার চেয়ে সস্তা সমাধান।’
ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের প্রধান বৈজ্ঞানিক ও চিকিৎসা কর্মকর্তা অধ্যাপক বায়ার্ন উইলিয়ামস বলেন, যুক্তরাজ্যে সমস্ত মৃত্যুর এক চতুর্থাংশ হৃদ্রোগ ও রক্ত সঞ্চালনজনিত রোগের কারণে ঘটে। এআই প্রযুক্তির শক্তি ব্যবহার করে সেই সব অবস্থাকে চিহ্নিত করে এই নতুন ও উত্তেজনাপূর্ণ গবেষণা।
প্রাথমিকভাবে রোগ নির্ণয়ের মাধ্যমে হাসপাতালের ভর্তি এবং হৃদ্রোগজনিত মৃত্যুর পরিমাণ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এটি মানুষকে দীর্ঘায়ু উপহার দিতে সাহায্য করতে পারে।
এটি চিকিৎসার সিদ্ধান্ত গ্রহণকে ত্বরান্বিত করবে, যাতে রোগীরা সময়মতো এবং কার্যকরী চিকিৎসা পেতে পারে।