নতুন বছরে নিজের দক্ষতা উন্নয়নের জন্য বিভিন্ন লক্ষ্য নির্ধারণ করেন অনেকে। প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে নিজের দক্ষতা আরও উন্নত করতে চাইলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-বিষয়ক বিভিন্ন কোর্স করে ফেলতে পারেন। বিশেষ করে, ২০২৫ সালে কর্মক্ষেত্রে এআই টুলস ব্যবহারের দক্ষতা অনেক কর্মীর চাকরি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তবে এই প্রশিক্ষণগুলো সম্পন্ন করতে আপনার পকেটের ওপর বাড়তি চাপ পড়বে না। অনলাইনে এমন অনেক কোর্স রয়েছে, যেগুলো আপনি সম্পূর্ণ বিনা মূল্যে করতে পারেন। কোর্সেরা, এডএক্স এবং কোডএকাডেমির মতো বিভিন্ন জনপ্রিয় প্ল্যাটফর্মে এআই-সম্পর্কিত নানা কোর্স আছে। এগুলো বিনা মূল্যে এবং নিজের সুবিধাজনক সময়ে করতে পারবেন।
গুগল: গুগল এআই ফর অ্যানিওয়ান
কোর্সের ব্যাপ্তি: ৮ থেকে ১২ ঘণ্টা
আজকের যুগে শীর্ষ এআই কোম্পানিগুলোর মধ্যে অন্যতম গুগল। বর্তমানে গুগল সার্চে এআই দিয়ে তৈরি সার্চ ফলাফলের সারাংশ দেখা যায়। এ ছাড়া এআই চ্যাটবট জেমিনিও তৈরি করেছে কোম্পানিটি। সেই সঙ্গে ওপেনএআই এবং ফরাসি এআই স্টার্টআপ ‘মিস্ট্রাল’-এ বড় ধরনের বিনিয়োগ করেছে প্রযুক্তি জায়ান্টটি।
গুগলের এই কোর্স সাধারণ মানুষের জন্য। এআই কী এবং এই প্রযুক্তি এতটা জনপ্রিয় কেন, তা এই কোর্সের মাধ্যমে জানা যাবে। নিজের সুবিধাজনক সময়ে কোর্সটি সম্পন্ন করা যায়। তবে গুগল পরামর্শ দিয়েছে, এটি শিখতে চার সপ্তাহ ধরে প্রতিদিন দুই থেকে তিন ঘণ্টা সময় দেওয়া উচিত।
এই কোর্সের মাধ্যমে এমএল, ডিপ লার্নিং, ডেটা এবং অ্যাপ্লিকেশন, নিউরাল নেটওয়ার্ক, এআই নৈতিকতা ইত্যাদি সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া যাবে।
কোর্সটি এই লিংক থেকে করতে পারবেন।
কোডএকাডেমি: লার্ন হাও টু ইউজ চ্যাটজিপিটি
কোর্সের ব্যাপ্তি: ১ ঘণ্টা
দ্রুততম সময়ে চ্যাটজিপিটি সম্পর্কে জানতে চাইলে এই কোর্স বেছে নিতে পারেন। ইতিমধ্যে ১ লাখ ৪ হাজার ৬৯৫ জন শিক্ষার্থী কোডএকাডেমির এই কোর্স বেছে নিয়েছেন। এটি ৬০ মিনিটের মধ্যে সবচেয়ে সংক্ষিপ্ত ভিডিও কোর্সগুলোর একটি।
ওপেনএআইয়ের জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটি কীভাবে কাজ করে, কত মানুষ এটি তাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করছে এবং কীভাবে সবচেয়ে কার্যকর চ্যাটজিপিটি প্রম্পট লেখা যাবে, তা এই কোর্সের মাধ্যমে শেখা যাবে।
এই কোর্সে ছয়টি সেকশন থাকবে। প্রতিটি সেকশনে একটি কুইজ থাকবে, যা শেখানো বিষয়গুলো আরও ভালোভাবে মনে রাখতে সাহায্য করবে। এই কোর্সের গুরুত্বপূর্ণ সেকশন হলো—‘চ্যাটজিপিটির ঝুঁকি ও সীমাবদ্ধতা’।
জনপ্রিয় এই কোডএকাডেমি কোর্স করতে এই লিংকে প্রবেশ করুন।
কোডএকাডেমি: ডিপ ডাইভ ইনটু জেনারেটিভ এআই উইদ আজুর ওপেনএআই
কোর্সের ব্যাপ্তি: ২ ঘণ্টা
যাঁরা এক ঘণ্টার চ্যাটজিপিটির কোর্সে তেমন আগ্রহী নন, তাঁদের জন্য আরও একটি কোর্স বিনা মূল্যে অফার করেছে কোডএকাডেমি। এটি হলো দুই ঘণ্টার আজুর ওপেনএআই কোর্স।
এই কোর্সের মাধ্যমে আজুর আর্কিটেকচার, ওপেনএআই স্টুডিও, মডেল কাস্টমাইজেশন ও ডিপ্লয়মেন্ট, টেক্সট ও ইমেজ জেনারেশন, ইন্টিগ্রেশন, গোপনীয়তা এবং কমপ্লায়েন্স সমস্যাসহ নানা বিষয়ে জানা যাবে।
মাইক্রোসফটের ক্লাউডভিত্তিক প্ল্যাটফর্ম হলো আজুর ওপেনএআই। এটি মাইক্রোসফটের ডেভেলপার ও ডেটা সায়েন্টিস্টদের রেস্ট এপিআইয়ের মাধ্যমে ওপেনএআই ভাষার মডেলগুলো সম্পর্কে বিস্তৃত ধারণা দেবে।
কোডএকাডেমিতে এই কোর্স করার জন্য এই লিংক ব্যবহার করুন।
এআই ফর বিজনেস: জেনারেশন অ্যান্ড প্রিডিকশন
কোর্সের ব্যাপ্তি: ৩ ঘণ্টা
স্কুল বা অফিসের কাজের ক্ষেত্রে আরও ভালো ফল পেতে এআই নিয়ে এই কোর্স করতে পারেন। এআই কী করতে পারে এবং কী করতে পারে না, তা দ্রুত বুঝতে সাহায্য করতে পারে এই কোর্স।
এই কোর্সের মাধ্যমে আরও যা শিখবেন:
এই কোর্সের সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো ফিন্যান্সিয়াল ফোরকাস্টিংয়ে এআইয়ের ভূমিকা। ফিন্যান্সিয়াল ফোরকাস্টিং প্রক্রিয়ার মাধ্যমে ভবিষ্যতে আর্থিক পরিস্থিতি বা ফলাফল পূর্বাভাস করা হয়। এটি সাধারণত ব্যবসা বা অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার জন্য ব্যবহৃত হয়, যেখানে অতীতের আর্থিক তথ্য এবং বর্তমান পরিস্থিতির ভিত্তিতে ভবিষ্যতের আয়, ব্যয়, লাভ, ক্ষতি, প্রবৃদ্ধি ইত্যাদি নির্ধারণ করা হয়।
এ ছাড়া কনটেন্ট ক্রিয়েশন এবং এআইয়ের নৈতিক দিক সম্পর্কেও এই কোর্স থেকে জানা যাবে।
বেশির ভাগ ফ্রি ভিডিও কোর্সের মতো এতেও ইংরেজিতে পাঠদান করা হয়। তবে এতে আরও ২১টি ভাষা যুক্ত রয়েছে, যা বিশ্বের নানা প্রান্তের মানুষের মাতৃভাষায় কোর্সটি করার সুযোগ দেবে।
কোর্সটি শুরু করুন কোর্সেরাতে এখানে।
লিংকডিন: আনডারস্ট্যান্ডিং এআই ফর বিজনেস প্রফেশনালস
কোর্সের ব্যাপ্তি: প্রায় ৬ ঘণ্টা
যাঁরা ব্যবসায়িক জগতে এআই-সম্পর্কিত আরও বিস্তারিত জানতে চান, তাঁরা এই লিংকডইন ভিডিও কোর্সটি করতে পারেন।
এটি একটি মৌলিক জ্ঞানভিত্তিক কোর্স, যা এআই কী, নতুন এআই টুলগুলো কীভাবে বিভিন্ন কাজ সহজ করছে এবং এই প্রযুক্তির ব্যবহারসংক্রান্ত নৈতিক দিকগুলো সম্পর্কে ধারণা দেবে।
তবে কোর্সটি বিনা মূল্যে করা যাবে না। একটি কৌশলের মাধ্যমে বিনা মূল্যে কোর্সটি করতে পারবেন। লিংকডইন লার্নিং প্ল্যাটফর্মটি এক মাস বিনা মূল্যে ব্যবহার করা যায়, যা কোর্সটি সম্পূর্ণ করার জন্য যথেষ্ট সময় দেবে।
কোর্সটি করার জন্য লিংকডিনের এই লিংকে প্রবেশ করুন।
তথ্যসূত্র: টেক ডট কো