Ajker Patrika
হোম > প্রযুক্তি > সোশ্যাল মিডিয়া

ফেসবুক, ইনস্টাগ্রামে ব্লু টিকের সুবিধা এবার যুক্তরাজ্যে চালু

প্রযুক্তি ডেস্ক

ফেসবুক, ইনস্টাগ্রামে ব্লু টিকের সুবিধা এবার যুক্তরাজ্যে চালু

মাসিক ১২ ডলার খরচ করে যেকোনো ব্যবহারকারী নিজের ফেসবুক বা ইনস্টাগ্রাম প্রোফাইলে ব্লু টিকের সুবিধা পাবেন বলে গত ফেব্রুয়ারি ঘোষণা করেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। এরই ধারাবাহিকতায় গত ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে চালু হয় এই সুবিধা। এবার যুক্তরাজ্যে বসবাসকারীদের জন্যও অর্থের বিনিময় ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ব্লু টিক যুক্তের সুবিধা এনেছে মেটা। পর্যায়ক্রমে অন্যান্য দেশেও এই সুবিধা চালু করার কথা জানিয়েছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট প্রতিষ্ঠানটি।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাজ্যে বসবাসকারী ব্যবহারকারীরা মাসিক ৯ দশমিক ৯৯ পাউন্ড খরচ করে ব্লু টিকের সুবিধাটি পেতে পারবেন। 

বিজ্ঞাপনী আয় কমে যাওয়ায় ‘মেটা ভেরিফায়েড’ নামের এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মেটা। ভেরিফায়েড সুবিধা পেতে ওয়েব সংস্করণে প্রতি মাসে ১১ ডলার ৯৯ সেন্ট এবং আইওএস সংস্করণে ১৪ ডলার ৯৯ সেন্ট ব্যয় করতে হবে। এর মাধ্যমে ভেরিফায়েড ব্যাজ পাওয়ার পাশাপাশি বাড়তি নিরাপত্তাসুবিধাসহ বিভিন্ন ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন ব্যবহারকারীরা।

এর আগে ব্লু টিক সাবস্ক্রিপশন সেবা চালু করে মাইক্রো ব্লগিং সাইট টুইটার। মাসিক ৭ ডলার ৯৯ সেন্টের বিনিময়ে যেকোনো ব্যবহারকারী ব্লু টিক সাবস্ক্রিপশন সেবা নিতে পেরেছেন। শুরুতে শুধু অ্যাপল, অর্থাৎ আইওএস ব্যবহারকারীদের জন্য চালু হলেও কিছুদিনের মধ্যেই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও আনা হয়েছিল সেবাটি। 

ব্লু টিক সেবা চালুর কিছুদিনের মধ্যেই এটি সাময়িকভাবে বন্ধ করে দিতে বাধ্য হয় টুইটার। বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে ভুয়া আইডি খুলে ব্লু টিক নেওয়ার ঘটনা বেড়ে যাওয়ায় গত ১১ নভেম্বর টুইটার ব্লু টিক সাবস্ক্রিপশন সেবা স্থগিত করে। পরে এই সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানগুলোর জন্য ধূসর রঙের আলাদা ‘অফিশিয়াল’ ব্যাজের ঘোষণা দেয় টুইটার।

টিকটক কেনার বিষয়ে ৪ মার্কিন কোম্পানির সঙ্গে আলোচনা চলছে: ট্রাম্প

৩০ দিন পর মুছে যাবে ফেসবুক লাইভের ভিডিও, করণীয় কী

ইনস্টাগ্রামে সহিংস ও গ্রাফিক কনটেন্টের জন্য দুঃখ প্রকাশ করল মেটা

যুক্তরাষ্ট্রে ফের সচল হতে শুরু করেছে টিকটক

যেভাবে পৃথিবীর সবচেয়ে বিতর্কিত অ্যাপে পরিণত হলো টিকটক

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

হোয়াটসঅ্যাপের মেসেজ পড়তে পারে সিআইএ, দাবি জাকারবার্গের

ট্রান্সজেন্ডার বিদ্বেষী বক্তব্যও আর সেন্সর করবে না ফেসবুক

ফ্যাক্টচেকার বাতিলেও ‘বড় সমস্যা’ দেখছে মেটার ওভারসাইট বোর্ড

ফ্যাক্টচেকাররাও রাজনৈতিক পক্ষপাতদুষ্ট, বাদ দিল ফেসবুক