নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বুদ্ধ উৎসব বললে ভুল হবে না! কারণ গৌতম বুদ্ধকে নিয়ে মঞ্চে আসছে নাটক, তাও আবার প্রদর্শনী হবে টানা তিন দিন। আগামীকাল বুধবার থেকে শুরু হতে চলা এই উৎসবের কলাকুশলীরা হলেন নাট্যদল আরশিনগরের। জার্মান নাট্যকার হেরমান কার্ল হেসের উপন্যাস ‘সিদ্ধার্থ’ অবলম্বনে নাটকটির নির্দেশনা দিয়েছেন রেজা আরিফ।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর সেগুনবাগিচার বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে উদ্বোধনী মঞ্চায়ন হবে। এরপর টানা দুদিন থাকছে আরও তিনটি প্রদর্শনী।
আরশিনগর সূত্র জানিয়েছে, ১০ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায়, ১১ আগস্ট বিকেল ৪টায় এবং একই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় নাটকটি মঞ্চস্থ হবে।
নির্দেশক রেজা আরিফ আজকের পত্রিকাকে বলেন, ‘বুদ্ধের মতে—যা আনন্দের নয়, যা সুখের নয়, যা প্রত্যাশার নয়, যা বরণের নয়, যা প্রেমের নয়, যা খুশির নয়—তাই দুঃখ। আর দুঃখ থেকে চিরমুক্তির নাম নির্বাণ। নির্বাণ কথাটির সাধারণ অর্থ নিভে যাওয়া। প্রদীপ যেমন তেলের অভাবে নিভে যায়, তেমনি যেসব কারণে দুঃখ আসে—সেসব কারণগুলোকে সরিয়ে ফেলতে পারলে দুঃখও নির্বাপিত হয়। বুদ্ধের এই দর্শন ছড়িয়ে দিতে মঞ্চে আসছে প্রযোজনাটি।
নাটকটিতে অভিনয় করেছেন আরশিনগর থিয়েটারের কর্মীরা। নাটকটি মঞ্চে আনতে সহযোগিতা করছে জাহাঙ্গীরনগর নগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং তাড়ুয়া নাটকের দল।’
‘রহু চণ্ডালের হার’ দিয়ে ঢাকার মঞ্চে তাক লাগিয়ে দিয়েছিল নাটকের দল আরশিনগর। অভিজিৎ সেনের উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছিল নাটকটি। এরপরে তারা মঞ্চে আনে বাংলাদেশের কথাসাহিত্যিক শহীদুল জহিরের উপন্যাস ‘সে রাতে পূর্ণিমা’ ছিল। এটিও প্রশংসিত হয়।
বুদ্ধ উৎসব বললে ভুল হবে না! কারণ গৌতম বুদ্ধকে নিয়ে মঞ্চে আসছে নাটক, তাও আবার প্রদর্শনী হবে টানা তিন দিন। আগামীকাল বুধবার থেকে শুরু হতে চলা এই উৎসবের কলাকুশলীরা হলেন নাট্যদল আরশিনগরের। জার্মান নাট্যকার হেরমান কার্ল হেসের উপন্যাস ‘সিদ্ধার্থ’ অবলম্বনে নাটকটির নির্দেশনা দিয়েছেন রেজা আরিফ।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর সেগুনবাগিচার বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে উদ্বোধনী মঞ্চায়ন হবে। এরপর টানা দুদিন থাকছে আরও তিনটি প্রদর্শনী।
আরশিনগর সূত্র জানিয়েছে, ১০ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায়, ১১ আগস্ট বিকেল ৪টায় এবং একই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় নাটকটি মঞ্চস্থ হবে।
নির্দেশক রেজা আরিফ আজকের পত্রিকাকে বলেন, ‘বুদ্ধের মতে—যা আনন্দের নয়, যা সুখের নয়, যা প্রত্যাশার নয়, যা বরণের নয়, যা প্রেমের নয়, যা খুশির নয়—তাই দুঃখ। আর দুঃখ থেকে চিরমুক্তির নাম নির্বাণ। নির্বাণ কথাটির সাধারণ অর্থ নিভে যাওয়া। প্রদীপ যেমন তেলের অভাবে নিভে যায়, তেমনি যেসব কারণে দুঃখ আসে—সেসব কারণগুলোকে সরিয়ে ফেলতে পারলে দুঃখও নির্বাপিত হয়। বুদ্ধের এই দর্শন ছড়িয়ে দিতে মঞ্চে আসছে প্রযোজনাটি।
নাটকটিতে অভিনয় করেছেন আরশিনগর থিয়েটারের কর্মীরা। নাটকটি মঞ্চে আনতে সহযোগিতা করছে জাহাঙ্গীরনগর নগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং তাড়ুয়া নাটকের দল।’
‘রহু চণ্ডালের হার’ দিয়ে ঢাকার মঞ্চে তাক লাগিয়ে দিয়েছিল নাটকের দল আরশিনগর। অভিজিৎ সেনের উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছিল নাটকটি। এরপরে তারা মঞ্চে আনে বাংলাদেশের কথাসাহিত্যিক শহীদুল জহিরের উপন্যাস ‘সে রাতে পূর্ণিমা’ ছিল। এটিও প্রশংসিত হয়।
আকাশি রঙের বাড়ি। দোতলায় দুটি কক্ষে আলো জ্বলছে। সন্ধ্যার আবছা আঁধারে ছেয়ে আছে বাড়িটির চারদিকের গাছগুলো। সন্ধ্যার নীল আকাশে ভেসে বেড়াচ্ছে পেঁজা তুলোর মতো মেঘ। বাড়ির সামনে ল্যাম্পপোস্টের আলোয় জলাশয়ে প্রকৃতির এই মোহনীয় ছবি প্রতিফলিত হয়েছে।
৩ দিন আগেচারুশিল্প হচ্ছে মানুষের অনুভূতি প্রকাশের মাধ্যম। একটি ছবি একটি বিপ্লবের উন্মেষ ঘটাতে পারে। ছবি শুধু বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি বিপ্লবের বার্তাও নিয়ে আসে।
১৪ দিন আগেআপনি যে বয়সেরই হোন না কেন, এই বই পড়লে তারুণ্যশক্তিকে অনুভব করবেন, অনুপ্রাণিত হবেন। নতুন শুরুর একটা তাগিদ পাবেন। এই তরুণদের প্রত্যেকের মতো আপনিও বলে উঠবেন—সব সম্ভব! এই বইয়ে দেশের বিভিন্ন স্থানে জন্ম নেওয়া অবহেলিত অবস্থা থেকে সাফল্যের শীর্ষে যাওয়ার পথচলার গল্প উঠে এসেছে। প্রায় চার শ পৃষ্ঠার বইটির দাম
২১ দিন আগেপ্রকাশনা সংস্থা ‘ঐতিহ্য’ তার দুই যুগের পথচলা (২০০০-২০২৪) স্মরণীয় করে রাখতে বাংলা একাডেমি প্রাঙ্গণে দশ দিনব্যাপী ‘ঐতিহ্য বই উৎসব ২০২৪’ আয়োজন করেছে। আজ ২ নভেম্বর শনিবার বেলা ১১টায় যৌথভাবে উৎসব উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, বিশিষ্ট লেখক-গবেষক শারমিন আহমদ এবং তরুণ
২১ দিন আগে