প্রতিনিধি, সুনামগঞ্জ
সুনামগঞ্জের শাল্লায় হিন্দু-পল্লীতে হামলা, লুটপাট ও ভাংচুরের ঘটনায় হওয়া দুই মামলায় আরও দুটি ধারা যুক্ত করা হয়েছে। প্রথমে যে ধারায় মামলা হয়েছিল তাকে আইনজীবীরা ‘অতি-দুর্বল এবং অপরাধী রক্ষার মামলা’ আখ্যা দেন। পরে গতকাল দুটি মামলায়ই দণ্ডবিধির ৫০৫ (ক) এবং ৩৮২ সংযোজন করে পুলিশ। সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
গত বুধবার শাল্লার নোয়াগাঁও গ্রামের হিন্দু-পল্লীতে ৮৮ বাড়ি ও ৫টি মন্দির ভাংচুর করা হয়। এলাকাবাসী বলছেন, হেফাজত নেতা মামুনুল হকের সমর্থকরা এ হামলা চালিয়েছে। নোয়াগাঁও গ্রামের ঝুমন দাস আপন নামের এক তরুণের ফেসবুক আইডি থেকে মামুনুল হককে কটাক্ষ করায় এ হামলা হয়েছে বলেও ধারণা তাঁদের। ফেসবুক লাইভেও হামলাকারীরা হামলার কথা স্বীকার করেছে।
১৮ তারিখের এ ঘটনায় এ পর্যন্ত দুটি মামলা হয়েছে। একটি মামলা করেছেন নোয়াগাঁও গ্রামের বাসিন্দা বিবেকানন্দ মজুমদার বকুল। এ মামলার নামসহ ৮০ এবং অজ্ঞাতনামা ১৪-১৫ শ’ জনকে আসামী করা হয়েছে। পুলিশের উপ পরিদর্শক মো. আব্দুল করিম বাদী হয়ে করা মামলার আসামী অজ্ঞাতনামা ১৪-১৫ শ’ জন। মামলা দুটির ধারা যথাক্রমে ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩৭৯/৩৮০/৪২৭/২৯৫/৫০৬, ৩৪ এবং ১৪৩, ৪৪৭/ ৪৪৮/ ৩৭৯/৩৮০/২৯৫/৪২৭, ৩৪।
মামলা হওয়ার সময় পুলিশ বলেছিল প্রয়োজনে নতুন ধারা যুক্ত করা হবে। এই কথা অনুযায়ী আইনজীবীদের সমালোচনার পর দণ্ডবিধির ৫০৫ এ এবং ৩৮২ ধারা যুক্ত হল। ৫০৫ (ক) ধারায় উসকানির কথা বলা আছে। মৌখিক এবং লিখিত উভয় প্রকার উসকানি এ ধারায় পড়বে। ৩৮২ ধারায় পড়বে চুরি, লুটপাট।
উল্লেখ্য, এ পর্যন্ত মামলার প্রধান আসামি শহীদুল ইসলাম স্বাধীন মিয়াসহ ৩৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সুনামগঞ্জের শাল্লায় হিন্দু-পল্লীতে হামলা, লুটপাট ও ভাংচুরের ঘটনায় হওয়া দুই মামলায় আরও দুটি ধারা যুক্ত করা হয়েছে। প্রথমে যে ধারায় মামলা হয়েছিল তাকে আইনজীবীরা ‘অতি-দুর্বল এবং অপরাধী রক্ষার মামলা’ আখ্যা দেন। পরে গতকাল দুটি মামলায়ই দণ্ডবিধির ৫০৫ (ক) এবং ৩৮২ সংযোজন করে পুলিশ। সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
গত বুধবার শাল্লার নোয়াগাঁও গ্রামের হিন্দু-পল্লীতে ৮৮ বাড়ি ও ৫টি মন্দির ভাংচুর করা হয়। এলাকাবাসী বলছেন, হেফাজত নেতা মামুনুল হকের সমর্থকরা এ হামলা চালিয়েছে। নোয়াগাঁও গ্রামের ঝুমন দাস আপন নামের এক তরুণের ফেসবুক আইডি থেকে মামুনুল হককে কটাক্ষ করায় এ হামলা হয়েছে বলেও ধারণা তাঁদের। ফেসবুক লাইভেও হামলাকারীরা হামলার কথা স্বীকার করেছে।
১৮ তারিখের এ ঘটনায় এ পর্যন্ত দুটি মামলা হয়েছে। একটি মামলা করেছেন নোয়াগাঁও গ্রামের বাসিন্দা বিবেকানন্দ মজুমদার বকুল। এ মামলার নামসহ ৮০ এবং অজ্ঞাতনামা ১৪-১৫ শ’ জনকে আসামী করা হয়েছে। পুলিশের উপ পরিদর্শক মো. আব্দুল করিম বাদী হয়ে করা মামলার আসামী অজ্ঞাতনামা ১৪-১৫ শ’ জন। মামলা দুটির ধারা যথাক্রমে ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩৭৯/৩৮০/৪২৭/২৯৫/৫০৬, ৩৪ এবং ১৪৩, ৪৪৭/ ৪৪৮/ ৩৭৯/৩৮০/২৯৫/৪২৭, ৩৪।
মামলা হওয়ার সময় পুলিশ বলেছিল প্রয়োজনে নতুন ধারা যুক্ত করা হবে। এই কথা অনুযায়ী আইনজীবীদের সমালোচনার পর দণ্ডবিধির ৫০৫ এ এবং ৩৮২ ধারা যুক্ত হল। ৫০৫ (ক) ধারায় উসকানির কথা বলা আছে। মৌখিক এবং লিখিত উভয় প্রকার উসকানি এ ধারায় পড়বে। ৩৮২ ধারায় পড়বে চুরি, লুটপাট।
উল্লেখ্য, এ পর্যন্ত মামলার প্রধান আসামি শহীদুল ইসলাম স্বাধীন মিয়াসহ ৩৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ফেনীর সদর উপজেলার কাজীরবাগ ইউনিয়নের পশ্চিম সোনাপুর গ্রামে ফেসবুক পোস্টে ‘হা হা’ রিয়েক্ট দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে চার কিশোর আহত হয়েছে
১৬ মিনিট আগেফেনীর কালিদহ ইউনিয়নের কালিদহ বাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে এক ব্যবসায়ীকে গুলি করা হয়েছে। তাঁর নাম জহিরুল ইসলাম (৪০)
৩৯ মিনিট আগেফেনীতে ট্রেনের ধাক্কায় জিএম রিংকু (২১) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় শহরের আবুবক্কর সড়কের রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে
৪৩ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে পোশাক কারখানার শ্রমিক শাহরিয়ারকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মামলা করেছেন নিহতের বাবা অলিদ মিয়া। শুক্রবার (২৯ নভেম্বর) নিহত শাহরিয়ারের মামা রনী মিয়াকে আসামি করে তিনি মামলাটি করেন। মামলায় অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামি করা হয়েছে
১ ঘণ্টা আগে