লকডাউন বাড়বে কিনা, সিদ্ধান্ত আগামীকাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২১, ১৬: ২৩
আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ১৭: ৩৬

ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান কঠোর ও সর্বাত্মক লকডাউনের মেয়াদ আরও বাড়বে কিনা, তা আগামীকাল সোমবার জানা যাবে। 

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম আজ রোববার আজকের পত্রিকাকে বলেন, ‘সোমবার আমাদের সভায় বসার সূচি নির্ধারিত আছে, সেখান থেকে লকডাউন নিয়ে সিদ্ধান্ত হবে।’

তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, ২১ এপ্রিলের পর আরও অন্তত এক সপ্তাহের কঠোর লকডাউন দেওয়ার চিন্তা করছে সরকার।

কারণ হিসেবে ওই কর্মকর্তা বলেন, আট দিন কঠোর লকডাউন করে খুব একটা ফল পাওয়া যাবে না। ১৪ দিন মানুষকে ঘরে রাখতে পারলে করোনাভাইরাসের সংক্রমণ কমে আসবে। এই বিষয়টিকে মাথায় রেখেই লকডাউনের সময় বাড়ানো হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা জানান, মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে সোমবার ভার্চুয়াল বৈঠকে লকডাউন নিয়ে বিস্তারিত পর্যালোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে। সেই সিদ্ধান্তগুলো প্রস্তাব আকারে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। প্রধানমন্ত্রী যেভাবে দিকনির্দেশনা দেবেন লকডাউন নিয়ে সেভাবেই সিদ্ধান্ত হবে।

করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকলে গত ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত মানুষের চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়। পরে এই বিধিনিষেধের সময় দুই দিন বাড়িয়ে ১৩ এপ্রিল পর্যন্ত করা হয়।

এরপর গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে শুরু হয়েছে কঠোর ও সর্বাত্মক লকডাউন, যা ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত চলবে। 

এই আট দিনের কঠোর লকডাউনে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত, বেসরকারি অফিস বন্ধ রাখা হয়েছে। বিশেষ দরকারে মুভমেন্ট পাস নিয়ে চলাচল করা যাচ্ছে। এছাড়া জরুরি অন্যান্য কার্যক্রম অব্যাহত রয়েছে।

কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের গুরুত্বপূর্ণ সড়কগুলোকে চেকপোস্ট বসিয়ে অযথা কেউ ঘরের বাইরে বের হয়েছে কিনা তা যাচাই করা হচ্ছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত