রংপুর প্রতিনিধি
রংপুরে পৃথক চারটি সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ১৫ জন আহত হয়েছেন। পুলিশ বলছে, ঘন কুয়াশার কারণে এসব দুর্ঘটনা ঘটেছে।
রংপুর-কুড়িগ্রাম সড়কের রংপুর নগরীর সাতমাথা চায়না হল এলাকায় সকাল সাড়ে ৯টার দিকে নৈশকোচ ও সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজিতে থাকা তিনজন ঘটনাস্থলে নিহত হন। আহত হন ৩ জন।
রংপুর মেট্রোপলিটন পুলিশের মাহীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস আজকের পত্রিকাকে বলেন, ‘রংপুর নগরীর সাতমাথা চায়না হল এলাকায় সড়ক দুর্ঘটনায় সিএনজির তিনজন যাত্রী মারা গেছেন। নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম শাহীন (২৮)। অন্য দুজনও পুরুষ। তাঁদের বয়স ১৮ থেকে ৩০ বছর। লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাস শনাক্তে চেষ্টা চলছে।’
এর আগে সকাল পৌনে ৮টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের বড়দরগা ফ্লাইওভারে দক্ষিণ পাশে ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ও সাতক্ষীরা থেকে আগত সাদিকা তালুকদার পরিবহনের বাসের সংঘর্ষ হয়। এতে সাতক্ষীরার কালিগঞ্জ এলাকার আসলাম খান নামের যাত্রী মারা যান। আহত হন ১০ জন।
বড়দরগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘আজ খুব ঘন কুয়াশা ছিল। একহাত সামনে কিছু দেখা যাচ্ছিল না। এ কারণে পীরগঞ্জে দুটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। দুটি বাসের সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০জন। এর মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন। দুমড়ে মুচড়ে যাওয়া গাড়িগুলো উদ্ধারে কাজ চলছে।’
সকাল ১০টার দিকে রংপুর-বদরগঞ্জ সড়কের লাহিড়ীর হাট এলাকার কেটিএল ইটভাটার কাছে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত মাসুদ মিয়া (৪৫) গঙ্গাচড়া উপজেলার চাদনীপাড়া গ্রামের মৃত নয়া মিয়ার ছেলে।
রংপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিভ মাহামুদ আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল ১০টার দিকে রংপুর-বদরগঞ্জ সড়কের লাহিড়ীরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তবে কীভাবে, কিসের সঙ্গে দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি।’
এ ছাড়াও ভোর ৬টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের চিকলী এলাকায় ঢাকা থেকে পঞ্চগড়গামী তানজির পরিবহনের সঙ্গে ট্রাক ও ডাম্প ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কোনো প্রাণহানি ঘটেনি। তবে দুজন আহত হয়েছেন।
এ বিষয়ে তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘রংপুর-দিনাজপুর মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এতে কোনো প্রাণহানি হয়নি। দুজন আহত হয়েছেন। দুর্ঘটনার কবলে পড়া বাস-ট্রাকগুলো উদ্ধার করা হচ্ছে। যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। ঘনকুয়াশার কারণেই এসব দুর্ঘটনা ঘটেছে।’
রংপুরে পৃথক চারটি সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ১৫ জন আহত হয়েছেন। পুলিশ বলছে, ঘন কুয়াশার কারণে এসব দুর্ঘটনা ঘটেছে।
রংপুর-কুড়িগ্রাম সড়কের রংপুর নগরীর সাতমাথা চায়না হল এলাকায় সকাল সাড়ে ৯টার দিকে নৈশকোচ ও সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজিতে থাকা তিনজন ঘটনাস্থলে নিহত হন। আহত হন ৩ জন।
রংপুর মেট্রোপলিটন পুলিশের মাহীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস আজকের পত্রিকাকে বলেন, ‘রংপুর নগরীর সাতমাথা চায়না হল এলাকায় সড়ক দুর্ঘটনায় সিএনজির তিনজন যাত্রী মারা গেছেন। নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম শাহীন (২৮)। অন্য দুজনও পুরুষ। তাঁদের বয়স ১৮ থেকে ৩০ বছর। লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাস শনাক্তে চেষ্টা চলছে।’
এর আগে সকাল পৌনে ৮টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের বড়দরগা ফ্লাইওভারে দক্ষিণ পাশে ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ও সাতক্ষীরা থেকে আগত সাদিকা তালুকদার পরিবহনের বাসের সংঘর্ষ হয়। এতে সাতক্ষীরার কালিগঞ্জ এলাকার আসলাম খান নামের যাত্রী মারা যান। আহত হন ১০ জন।
বড়দরগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘আজ খুব ঘন কুয়াশা ছিল। একহাত সামনে কিছু দেখা যাচ্ছিল না। এ কারণে পীরগঞ্জে দুটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। দুটি বাসের সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০জন। এর মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন। দুমড়ে মুচড়ে যাওয়া গাড়িগুলো উদ্ধারে কাজ চলছে।’
সকাল ১০টার দিকে রংপুর-বদরগঞ্জ সড়কের লাহিড়ীর হাট এলাকার কেটিএল ইটভাটার কাছে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত মাসুদ মিয়া (৪৫) গঙ্গাচড়া উপজেলার চাদনীপাড়া গ্রামের মৃত নয়া মিয়ার ছেলে।
রংপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিভ মাহামুদ আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল ১০টার দিকে রংপুর-বদরগঞ্জ সড়কের লাহিড়ীরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তবে কীভাবে, কিসের সঙ্গে দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি।’
এ ছাড়াও ভোর ৬টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের চিকলী এলাকায় ঢাকা থেকে পঞ্চগড়গামী তানজির পরিবহনের সঙ্গে ট্রাক ও ডাম্প ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কোনো প্রাণহানি ঘটেনি। তবে দুজন আহত হয়েছেন।
এ বিষয়ে তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘রংপুর-দিনাজপুর মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এতে কোনো প্রাণহানি হয়নি। দুজন আহত হয়েছেন। দুর্ঘটনার কবলে পড়া বাস-ট্রাকগুলো উদ্ধার করা হচ্ছে। যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। ঘনকুয়াশার কারণেই এসব দুর্ঘটনা ঘটেছে।’
প্রখ্যাত সাংবাদিক ও কলামিস্ট এ বি এম মূসা এবং তাঁর স্ত্রী বাংলাদেশে নারী সাংবাদিকতার অন্যতম অগ্রদূত সেতারা মূসার জন্মবার্ষিকীতে জাতীয় প্রেসক্লাবের সদস্য ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আমানউল্লাহকে আজীবন সম্মাননা প্রদান করা হয়েছে।
৩ মিনিট আগেশ্রম ও কর্মসংস্থানসচিব বলেন, টিকটক, ফেসবুকে সময় নষ্ট না করে নিজেদের তৈরি কর। তোমাদের স্বপ্ন বাস্তবায়নে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে। বরিশাল জেলা প্রশাসক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় গেস্ট অব অনার ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের...
১১ মিনিট আগেক্রমবর্ধমান পলিথিনের ব্যবহারে পরিবেশদূষণের পাশাপাশি জীববৈচিত্র্য, অর্থনীতি, মানবস্বাস্থ্যের জন্য হুমকি দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে মানুষকে সচেতন করতে উদ্যোগ নিয়েছে টাঙ্গাইলের পরিবেশবাদী সংগঠন তপস্যা। আজ বৃহস্পতিবার ওই সংগঠনের উদ্যোগে শহরের সমবায় সুপার মার্কেট এলাকায় পদযাত্রা, মানববন্ধন, আলোচনা সভার
১৮ মিনিট আগেকক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মাছ ধরতে নেমে সম্প্রতি আরাকান আর্মি হাতে আটক ২৯ জেলেকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টায় নাফ নদীর টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়াসংলগ্ন জেটিঘাট দিয়ে তাঁদের ফেরত আনা হয়। তাঁদের মধ্যে ১৫ জন বাংলাদেশি এবং ১৪ জন রোহিঙ্গা জেলে।
২৪ মিনিট আগে