বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
ভোলার বোরহানউদ্দিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাঠে দেখা যাচ্ছে না আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী প্রার্থীদের। দলীয় মনোনয়ন পেতে উচ্চপর্যায়ে যোগাযোগের জন্য প্রার্থীদের সবাই এখন ঢাকায় অবস্থান করছেন বলে জানা গেছে।
জানা গেছে, বোরহানউদ্দিনের ৭ ইউনিয়নে ২৪ জন সম্ভাব্য প্রার্থী নৌকার মনোনয়ন চেয়েছেন। তাই অনেকে দলীয় টিকিট পেতে কেন্দ্রীয় ও স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ করছেন। অনেকে আবার নিজের সমর্থন বেশি দেখানোর জন্য পরিবারের স্থানীয় সমর্থকদের নিয়ে ঢাকায় অবস্থান করছেন। আবার কেউ কেউ গত মঙ্গলবার ঢাকা থেকে মনোনয়ন ফরম কিনে বাড়িতে এসেছেন সৌজন্য সাক্ষাৎ করতে। পরে দুই দিন অবস্থান শেষে গত শুক্রবার আবার ঢাকায় ফিরছেন তাঁরা।
আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী একাধিক প্রার্থী জানান, সার্বিক পরিস্থিতির কথা বিবেচনা করে মনোনয়ন বোর্ডের সভায় চূড়ান্ত সিদ্ধান্ত দেখতে এবং নৌকার মাঝি হয়ে দেশে ফিরতে ঢাকায় অবস্থান করছেন তাঁরা। আজ রোববার দুপুর ১২টায় ফলাফল ঘোষণা করা হবে। নিজেদের চূড়ান্ত ফলাফল হাতে নিয়ে সন্ধ্যায় বোরহানউদ্দিনের উদ্দেশে রওনা হবেন। পরবর্তীতে আগামীকাল সোমবার দেশে ফিরে গণসংযোগসহ সব ধরনের প্রচার-প্রচারণা শুরু করা হবে।
বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পক্ষিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাগর হাওলাদার বলেন, আমার পক্ষে সকাল থেকে রাত পর্যন্ত প্রচার-প্রচারণা চলছে। দলীয়ভাবে এবারও আমি নৌকার মনোনয়ন প্রত্যাশী।
অন্যদিকে, গত ইউপি নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে অনেকেই বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করেছেন এবং নৌকার কাছে হেরেছেন। এবার তাঁরা এবং বর্তমান চেয়ারম্যান প্রার্থীরাও এই নির্বাচনে সরকারদলীয় মনোনয়ন চেয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, যোগ্য প্রার্থীদের যাচাই-বাছাই করে কেন্দ্রীয় কমিটিতে নামের তালিকা পাঠানো হয়েছে। মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী যোগ্য প্রার্থীদের মনোনীত করা হবে।
উল্লেখ্য, গত ১০ নভেম্বর বোরহানউদ্দিন উপজেলার চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। আগামী ২৩ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।
ভোলার বোরহানউদ্দিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাঠে দেখা যাচ্ছে না আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী প্রার্থীদের। দলীয় মনোনয়ন পেতে উচ্চপর্যায়ে যোগাযোগের জন্য প্রার্থীদের সবাই এখন ঢাকায় অবস্থান করছেন বলে জানা গেছে।
জানা গেছে, বোরহানউদ্দিনের ৭ ইউনিয়নে ২৪ জন সম্ভাব্য প্রার্থী নৌকার মনোনয়ন চেয়েছেন। তাই অনেকে দলীয় টিকিট পেতে কেন্দ্রীয় ও স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ করছেন। অনেকে আবার নিজের সমর্থন বেশি দেখানোর জন্য পরিবারের স্থানীয় সমর্থকদের নিয়ে ঢাকায় অবস্থান করছেন। আবার কেউ কেউ গত মঙ্গলবার ঢাকা থেকে মনোনয়ন ফরম কিনে বাড়িতে এসেছেন সৌজন্য সাক্ষাৎ করতে। পরে দুই দিন অবস্থান শেষে গত শুক্রবার আবার ঢাকায় ফিরছেন তাঁরা।
আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী একাধিক প্রার্থী জানান, সার্বিক পরিস্থিতির কথা বিবেচনা করে মনোনয়ন বোর্ডের সভায় চূড়ান্ত সিদ্ধান্ত দেখতে এবং নৌকার মাঝি হয়ে দেশে ফিরতে ঢাকায় অবস্থান করছেন তাঁরা। আজ রোববার দুপুর ১২টায় ফলাফল ঘোষণা করা হবে। নিজেদের চূড়ান্ত ফলাফল হাতে নিয়ে সন্ধ্যায় বোরহানউদ্দিনের উদ্দেশে রওনা হবেন। পরবর্তীতে আগামীকাল সোমবার দেশে ফিরে গণসংযোগসহ সব ধরনের প্রচার-প্রচারণা শুরু করা হবে।
বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পক্ষিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাগর হাওলাদার বলেন, আমার পক্ষে সকাল থেকে রাত পর্যন্ত প্রচার-প্রচারণা চলছে। দলীয়ভাবে এবারও আমি নৌকার মনোনয়ন প্রত্যাশী।
অন্যদিকে, গত ইউপি নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে অনেকেই বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করেছেন এবং নৌকার কাছে হেরেছেন। এবার তাঁরা এবং বর্তমান চেয়ারম্যান প্রার্থীরাও এই নির্বাচনে সরকারদলীয় মনোনয়ন চেয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, যোগ্য প্রার্থীদের যাচাই-বাছাই করে কেন্দ্রীয় কমিটিতে নামের তালিকা পাঠানো হয়েছে। মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী যোগ্য প্রার্থীদের মনোনীত করা হবে।
উল্লেখ্য, গত ১০ নভেম্বর বোরহানউদ্দিন উপজেলার চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। আগামী ২৩ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়ায় খাসি (খাসিয়া) সম্প্রদায়ের বর্ষবিদায় ও নতুন বছরকে বরণের ঐতিহ্যবাহী উৎসব ‘খাসি সেং কুটস্নেম’ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার উপজেলার মাগুরছড়া খাসিয়া পুঞ্জির খেলার মাঠে খাসি সোশ্যাল কাউন্সিলের আয়োজনে উৎসবটি হয়।
১৪ মিনিট আগে৪৬ তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে সোমবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সব বিভাগের পূর্ব নির্ধারিত পরীক্ষাসমূহ স্থগিত করেছে কর্তৃপক্ষ। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৬ মিনিট আগেজামালপুরের চরাঞ্চলে শীতকালীন সবজির বাগানে বিপর্যয় দেখা দিয়েছে। এই মৌসুমে একদিকে অতিরিক্ত বৃষ্টি, অন্যদিকে খরার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে সবজি গাছ মরে যাচ্ছে। কৃষকদের অভিযোগ, এই সময়ে কৃষি বিভাগের কোনো সহায়তা পাননি তাঁরা।
১৯ মিনিট আগেকুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় দুই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। থানা-পুলিশ জানায়, গত ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজের সামনে...
২০ মিনিট আগে