নিজস্ব প্রতিবেদক, বরিশাল
রাজধানীতে আজ শনিবার বিএনপি-পুলিশের সংঘর্ষে বরিশালে দিনভর ছিল উদ্বেগ উৎকণ্ঠা। সদর আসনের চারবারের সংসদ সদস্য বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ারের আহত হওয়ার ছবি ফেসবুকে ভাইরাল হয়। বিকেলে বিএনপি আগামীকাল রোববার হরতাল ঘোষণা দেওয়ায় নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। সন্ধ্যার পর নগরে টহল দিয়েছে পুলিশ। নগরীর দুটি টার্মিনালের বাস মালিক সমিতি আগামীকাল বাস চালানোর ঘোষণা দিয়েছে।
এদিকে গৌরনদীর বাটাজোরে বিএনপি নেতা আজাদ মৃধার ব্যবসা প্রতিষ্ঠানে তালা মেরে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় যুবলীগ কর্মীদের বিরুদ্ধে।
মহানগর বিএনপির সদস্যসচিব মীর জাহিদুল ইসলাম মোবাইল ফোনে আজ রাতে জানান, রাজধানীতে সংঘর্ষে গুলিবিদ্ধ মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা বাপ্পি ও শ্রমিক দলের মানিকের অবস্থা আশঙ্কাজন। তাঁরা ঢাকায় ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন। মহানগরের সাবেক সহ সম্পাদক আনোয়ারুল হক তারিন জানান, মজিবর রহমান সরোয়ার ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
আগামীকাল হরতাল পালনের বিষয়ে মহানগরের সদস্যসচিব মীর জাহিদ বলেন, ‘দলের নেতা–কর্মীদের বেশির ভাগ রাজধানীতে রয়েছেন। গ্রেপ্তার ও আহতের সংখ্যা অনেক। বরিশালের সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করবেন।’
বিভাগের অপর ৫ জেলার রুটগুলোর বাস চলাচল করে নগরীর রূপাতলী বাস টার্মিনাল থেকে। এই টার্মিনালভিত্তিক সংগঠন বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতির সভাপতি সুলতান মোল্লা জানান, আগামীকাল তাঁরা বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। শ্রমিকেরা টার্মিনাল পাহারায় থাকবেন।
নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি শাহদত হোসেন লিটন জানান, সন্ধ্যার পর মালিক সমিতির সঙ্গে বৈঠক করে আগামীকাল বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছেন।
গৌরনদীর বাটাজোর ইউনিয়নের বিএনপি কর্মী সানাউল মৃধা জানান, বাটাজোর বাজারে তাঁর বড় ভাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজাদ মৃধার রেডিমেড পোশাক বিক্রির দোকান রয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ১৪-১৫ জন যুবলীগ কর্মী লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রসহ দোকানে এসে লুটপাট ও কর্মচারীদের বের করে দোকানে তালা মেরে দেন। বিএনপি নেতা আজাদ মৃধা দলীয় কর্মসূচিতে রাজধানীতে রয়েছেন।
ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সম্পাদক রিমন তালুকদার কালু এই হামলার নেতৃত্ব দেন বলে দাবি করেছেন সানাউল মৃধা।
রাজধানীতে আজ শনিবার বিএনপি-পুলিশের সংঘর্ষে বরিশালে দিনভর ছিল উদ্বেগ উৎকণ্ঠা। সদর আসনের চারবারের সংসদ সদস্য বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ারের আহত হওয়ার ছবি ফেসবুকে ভাইরাল হয়। বিকেলে বিএনপি আগামীকাল রোববার হরতাল ঘোষণা দেওয়ায় নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। সন্ধ্যার পর নগরে টহল দিয়েছে পুলিশ। নগরীর দুটি টার্মিনালের বাস মালিক সমিতি আগামীকাল বাস চালানোর ঘোষণা দিয়েছে।
এদিকে গৌরনদীর বাটাজোরে বিএনপি নেতা আজাদ মৃধার ব্যবসা প্রতিষ্ঠানে তালা মেরে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় যুবলীগ কর্মীদের বিরুদ্ধে।
মহানগর বিএনপির সদস্যসচিব মীর জাহিদুল ইসলাম মোবাইল ফোনে আজ রাতে জানান, রাজধানীতে সংঘর্ষে গুলিবিদ্ধ মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা বাপ্পি ও শ্রমিক দলের মানিকের অবস্থা আশঙ্কাজন। তাঁরা ঢাকায় ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন। মহানগরের সাবেক সহ সম্পাদক আনোয়ারুল হক তারিন জানান, মজিবর রহমান সরোয়ার ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
আগামীকাল হরতাল পালনের বিষয়ে মহানগরের সদস্যসচিব মীর জাহিদ বলেন, ‘দলের নেতা–কর্মীদের বেশির ভাগ রাজধানীতে রয়েছেন। গ্রেপ্তার ও আহতের সংখ্যা অনেক। বরিশালের সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করবেন।’
বিভাগের অপর ৫ জেলার রুটগুলোর বাস চলাচল করে নগরীর রূপাতলী বাস টার্মিনাল থেকে। এই টার্মিনালভিত্তিক সংগঠন বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতির সভাপতি সুলতান মোল্লা জানান, আগামীকাল তাঁরা বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। শ্রমিকেরা টার্মিনাল পাহারায় থাকবেন।
নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি শাহদত হোসেন লিটন জানান, সন্ধ্যার পর মালিক সমিতির সঙ্গে বৈঠক করে আগামীকাল বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছেন।
গৌরনদীর বাটাজোর ইউনিয়নের বিএনপি কর্মী সানাউল মৃধা জানান, বাটাজোর বাজারে তাঁর বড় ভাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজাদ মৃধার রেডিমেড পোশাক বিক্রির দোকান রয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ১৪-১৫ জন যুবলীগ কর্মী লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রসহ দোকানে এসে লুটপাট ও কর্মচারীদের বের করে দোকানে তালা মেরে দেন। বিএনপি নেতা আজাদ মৃধা দলীয় কর্মসূচিতে রাজধানীতে রয়েছেন।
ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সম্পাদক রিমন তালুকদার কালু এই হামলার নেতৃত্ব দেন বলে দাবি করেছেন সানাউল মৃধা।
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি। ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
২ ঘণ্টা আগেযশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
৩ ঘণ্টা আগে২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ২ মার্চ পতাকা দিবস ঘোষণার দাবিতে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এই আহ্বা
৪ ঘণ্টা আগেদেশের বিশিষ্ট সম্পাদক এবং প্রবীণ সাংবাদিক নূরুল কবীর সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বতীকালীন সরকারের প্রেস উইং।
৪ ঘণ্টা আগে