বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. সালাউদ্দীন মাহমুদ সুমনের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। ইউপি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় তিনি শতাধিক মোটরসাইকেল নিয়ে কাজিরাদ ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় তাঁর সমর্থকেরা নির্বাচনী স্লোগানও দেন।
নির্বাচন কমিশনের ইউপি নির্বাচন আচরণবিধির ১৩/ক ধারা অনুযায়ী জানা যায়, নির্বাচনের তফসিল ঘোষণা থেকে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত প্রার্থীর পক্ষ থেকে কোনো প্রকার মোটরসাইকেল শোভাযাত্রা সুস্পষ্ট আচরণবিধি লঙ্ঘন। অথচ বেতাগীতে তফসিল ঘোষণা অনুযায়ী আগামী ১৫ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ১৯ মে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রতীক বরাদ্দ হবে ২৭ মে। মনোনয়নপত্র যাচাই-বাছাই বা প্রতীক বরাদ্দের আগে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর এমন কাণ্ড সবাইকে অবাক করেছে।
এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী মো. কামাল হোসেন অভিযোগ করে বলেন, ‘ক্ষমতাসীন দলের প্রার্থী হওয়ায় সালাউদ্দীন মাহমুদ সুমন প্রতীক বরাদ্দের আগেই আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। নির্বাচনী কার্যক্রমকে ব্যাহত এবং প্রতিপক্ষ প্রার্থী ও ভোটারদের চাপে রাখতে তিনি এসব কর্মকাণ্ড করছেন। বিষয়টি এরই মধ্যে আমি রিটার্নিং অফিসারকে জানিয়েছি।’
তবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সালাউদ্দীন মাহমুদ সুমন মোটরসাইকেল শোভাযাত্রার কথা স্বীকার করে বলেন, ‘আমি মনোনয়ন নিয়ে আসায় আমার কর্মীরা ভদ্রতার সঙ্গে শৃঙ্খলভাবে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে। তবে আমরা প্রতীক নিয়ে কোনো ভোট চাইনি।’
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ৯ জানুয়ারি কাজিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন বার্ধক্যজনিত কারণে মারা গেলে কাজিরাবাদ ইউপিতে চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। ১৫ জুন ওই ইউপিতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার চেয়ারম্যান পদে মনোনয়নপত্র কেনার শেষ দিন।
ওই ইউনিয়ন পরিষদের নির্বাচনী রিটার্নিং কর্মকর্তা কাজী শহিদুল ইসলাম বলেন, প্রতীক বরাদ্দের আগে প্রচার-প্রচারণার কোনো সুযোগ নেই। কোনো প্রার্থীর পক্ষে মোটরসাইকেলের বহর নিয়ে প্রচার-প্রচারণা অবশ্যই আচরণবিধির লঙ্ঘন। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সুহৃদ সালেহীন জানান, ঘটনাটি তিনি শুনেছেন। এ ব্যাপারে রিটার্নিং অফিসারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে বলে জানান তিনি।
বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. সালাউদ্দীন মাহমুদ সুমনের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। ইউপি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় তিনি শতাধিক মোটরসাইকেল নিয়ে কাজিরাদ ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় তাঁর সমর্থকেরা নির্বাচনী স্লোগানও দেন।
নির্বাচন কমিশনের ইউপি নির্বাচন আচরণবিধির ১৩/ক ধারা অনুযায়ী জানা যায়, নির্বাচনের তফসিল ঘোষণা থেকে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত প্রার্থীর পক্ষ থেকে কোনো প্রকার মোটরসাইকেল শোভাযাত্রা সুস্পষ্ট আচরণবিধি লঙ্ঘন। অথচ বেতাগীতে তফসিল ঘোষণা অনুযায়ী আগামী ১৫ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ১৯ মে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রতীক বরাদ্দ হবে ২৭ মে। মনোনয়নপত্র যাচাই-বাছাই বা প্রতীক বরাদ্দের আগে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর এমন কাণ্ড সবাইকে অবাক করেছে।
এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী মো. কামাল হোসেন অভিযোগ করে বলেন, ‘ক্ষমতাসীন দলের প্রার্থী হওয়ায় সালাউদ্দীন মাহমুদ সুমন প্রতীক বরাদ্দের আগেই আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। নির্বাচনী কার্যক্রমকে ব্যাহত এবং প্রতিপক্ষ প্রার্থী ও ভোটারদের চাপে রাখতে তিনি এসব কর্মকাণ্ড করছেন। বিষয়টি এরই মধ্যে আমি রিটার্নিং অফিসারকে জানিয়েছি।’
তবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সালাউদ্দীন মাহমুদ সুমন মোটরসাইকেল শোভাযাত্রার কথা স্বীকার করে বলেন, ‘আমি মনোনয়ন নিয়ে আসায় আমার কর্মীরা ভদ্রতার সঙ্গে শৃঙ্খলভাবে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে। তবে আমরা প্রতীক নিয়ে কোনো ভোট চাইনি।’
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ৯ জানুয়ারি কাজিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন বার্ধক্যজনিত কারণে মারা গেলে কাজিরাবাদ ইউপিতে চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। ১৫ জুন ওই ইউপিতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার চেয়ারম্যান পদে মনোনয়নপত্র কেনার শেষ দিন।
ওই ইউনিয়ন পরিষদের নির্বাচনী রিটার্নিং কর্মকর্তা কাজী শহিদুল ইসলাম বলেন, প্রতীক বরাদ্দের আগে প্রচার-প্রচারণার কোনো সুযোগ নেই। কোনো প্রার্থীর পক্ষে মোটরসাইকেলের বহর নিয়ে প্রচার-প্রচারণা অবশ্যই আচরণবিধির লঙ্ঘন। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সুহৃদ সালেহীন জানান, ঘটনাটি তিনি শুনেছেন। এ ব্যাপারে রিটার্নিং অফিসারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে বলে জানান তিনি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সহকারী প্রক্টর ও ভাস্কর্য বিভাগের সহকারী অধ্যাপক জাহিদুল হককে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের কর্মকর্তা সালাউদ্দিন মোল্লার বিরুদ্ধে...
১ ঘণ্টা আগেগাজীপুরের শ্রীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) পিকনিকের দোতলা বাস বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালি গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আরও তিন শিক্ষার্থী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগেবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি সংরক্ষণ এবং তাঁর জীবন নিয়ে গবেষণার লক্ষ্যে ২০২০ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রতিষ্ঠা করা হয় ‘বঙ্গবন্ধু চেয়ার’। নিয়োগ দেওয়া হয় ইতিহাসবিদ অধ্যাপক ড. মুনতাসীর উদ্দিন খান মামুনকে (মুনতাসীর মামুন)।
১ ঘণ্টা আগেকক্সবাজারে মাকে কুপিয়ে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছেন ছেলে হোসাইন মোহাম্মদ আবিদ (২৮)। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে কক্সবাজার শহরের পশ্চিম বড়ুয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নেশার টাকা না পেয়ে মাকে আবিদ হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। নিহত আনোয়ারা বেগম মেরী (৫৫) ওই এলাকার নিয়াজ আহমেদের স্ত্রী
২ ঘণ্টা আগে