পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
বঙ্গোপসাগরে এফবি ভাই-ভাই ট্রলারে ডাকাতির ঘটনায় মামলা হয়েছে। গতকাল সোমবার পটুয়াখালী জেলার রাঙ্গাবালী থানায় মামলা করেছেন ডাকাতের কবলে পড়া ট্রলারের মালিক মোহাম্মদ মিরাজ।
ডাকাতির ঘটনায় ৩৯৫ / ৩৯৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং অজ্ঞাতনামা ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গাবালী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার।
গত শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়ার পথে দক্ষিণ-পূর্ব দিকে পায়রা বন্দর থেকে পশ্চিমে বয়া এলাকায় দস্যুরা হামলা করে। এ সময় ৯ জেলেকে জিম্মি করে ট্রলারে থাকা মালামাল লুটে নেয় এবং আরও ৯ জেলেকে পিটিয়ে ও কুপিয়ে বঙ্গোপসাগরে ফেলে দেয় তাঁরা। এ ঘটনার প্রায় ৭০ ঘণ্টা পর গতকাল সোমবার ফেলে দেওয়া জেলেদের মধ্যে চারজনকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার চার জেলের মধ্যে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় এক জেলের মৃত্যু হয়েছে। তবে ঘটনার চার দিন পার হলেও বাকি পাঁচ জেলের কোনো খোঁজ পাওয়া যায়নি।
নিখোঁজ জেলেরা হলেন—ট্রলারের মাঝি কাইয়ুম জোয়াদ্দার (৩৫), আবুল কালাম (৬০), আব্দুল আলিম (২২), ফরিদ মিয়া (৩০), খায়রুল (২৮)। এদের সকলের বাড়ি বরগুনার জেলার বিভিন্ন এলাকায়।
জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার চার দিন পার হয়ে গেলেও নিখোঁজ পাঁচ জেলের কোনো হদিস মেলেনি। নিখোঁজ এসব জেলেদের পরিবারগুলো উৎকণ্ঠায় সময় পার করছে। গতকাল (সোমবার) উদ্ধার হওয়া জেলেদের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।’
এ বিষয়ে পটুয়াখালীর রাঙ্গাবালী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার আজকের পত্রিকাকে বলেন, ‘ডাকাতির ঘটনায় ট্রলার মালিক বাদী হয়ে থানায় মামলা করেছেন। এ দিকে ডাকাতির ঘটনা পর রেঞ্জ ডিআইজির নির্দেশে পটুয়াখালী ও বরগুনার পুলিশ সুপার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যাচ্ছে। মামলার মূল ঘটনা উদ্ঘাটনের চেষ্টা চলছে। পাশাপাশি নিখোঁজ পাঁচ জেলেদের উদ্ধারে নৌ-পুলিশ কাজ করে যাচ্ছে।’
আরও পড়ুন:
বঙ্গোপসাগরে এফবি ভাই-ভাই ট্রলারে ডাকাতির ঘটনায় মামলা হয়েছে। গতকাল সোমবার পটুয়াখালী জেলার রাঙ্গাবালী থানায় মামলা করেছেন ডাকাতের কবলে পড়া ট্রলারের মালিক মোহাম্মদ মিরাজ।
ডাকাতির ঘটনায় ৩৯৫ / ৩৯৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং অজ্ঞাতনামা ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গাবালী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার।
গত শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়ার পথে দক্ষিণ-পূর্ব দিকে পায়রা বন্দর থেকে পশ্চিমে বয়া এলাকায় দস্যুরা হামলা করে। এ সময় ৯ জেলেকে জিম্মি করে ট্রলারে থাকা মালামাল লুটে নেয় এবং আরও ৯ জেলেকে পিটিয়ে ও কুপিয়ে বঙ্গোপসাগরে ফেলে দেয় তাঁরা। এ ঘটনার প্রায় ৭০ ঘণ্টা পর গতকাল সোমবার ফেলে দেওয়া জেলেদের মধ্যে চারজনকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার চার জেলের মধ্যে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় এক জেলের মৃত্যু হয়েছে। তবে ঘটনার চার দিন পার হলেও বাকি পাঁচ জেলের কোনো খোঁজ পাওয়া যায়নি।
নিখোঁজ জেলেরা হলেন—ট্রলারের মাঝি কাইয়ুম জোয়াদ্দার (৩৫), আবুল কালাম (৬০), আব্দুল আলিম (২২), ফরিদ মিয়া (৩০), খায়রুল (২৮)। এদের সকলের বাড়ি বরগুনার জেলার বিভিন্ন এলাকায়।
জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার চার দিন পার হয়ে গেলেও নিখোঁজ পাঁচ জেলের কোনো হদিস মেলেনি। নিখোঁজ এসব জেলেদের পরিবারগুলো উৎকণ্ঠায় সময় পার করছে। গতকাল (সোমবার) উদ্ধার হওয়া জেলেদের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।’
এ বিষয়ে পটুয়াখালীর রাঙ্গাবালী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার আজকের পত্রিকাকে বলেন, ‘ডাকাতির ঘটনায় ট্রলার মালিক বাদী হয়ে থানায় মামলা করেছেন। এ দিকে ডাকাতির ঘটনা পর রেঞ্জ ডিআইজির নির্দেশে পটুয়াখালী ও বরগুনার পুলিশ সুপার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যাচ্ছে। মামলার মূল ঘটনা উদ্ঘাটনের চেষ্টা চলছে। পাশাপাশি নিখোঁজ পাঁচ জেলেদের উদ্ধারে নৌ-পুলিশ কাজ করে যাচ্ছে।’
আরও পড়ুন:
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি। ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
২ ঘণ্টা আগেযশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
২ ঘণ্টা আগে২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ২ মার্চ পতাকা দিবস ঘোষণার দাবিতে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এই আহ্বা
৩ ঘণ্টা আগেদেশের বিশিষ্ট সম্পাদক এবং প্রবীণ সাংবাদিক নূরুল কবীর সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বতীকালীন সরকারের প্রেস উইং।
৩ ঘণ্টা আগে