পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে এফবি মামুন নামে একটি মাছ ধরা ট্রলারসহ ১১ জেলে ১২ দিন ধরে নিখোঁজ রয়েছেন। আজ বুধবার বেলা ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। জেলেদের সন্ধান না পাওয়ায় তাঁদের পরিবারগুলো হতাশায় রয়েছে। ট্রলারমালিক মো. হাবিবুর রহমান বরগুনার নলটোনা ইউনিয়নের বাসিন্দা।
জানা যায়, গত ২৭ নভেম্বর সকালে বরগুনার পাথরঘাটা বিএফডিসি মাছঘাট থেকে বঙ্গোপসাগরের উদ্দেশে বড়শি দিয়ে মাছ শিকারের জন্য এফবি মামুন ট্রলারসহ ১১ জেলেকে নিয়ে সাগরে রওনা হয়ে যায়।
গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘সুন্দরবনসংলগ্ন বঙ্গোপসাগরে বড়শি দিয়ে মাছ শিকারের জন্য ২৭ নভেম্বর পাথরঘাটা মৎস্য ঘাট থেকে তাঁরা বঙ্গোপসাগরের উদ্দেশে যান। এসব জেলে সব সময় নেটওয়ার্কের মধ্যে থেকেই মাছ শিকার করতেন। তাঁরা ঘূর্ণিঝড় জাওয়াদের কবলে পড়তে পারে বলে আমরা ধারণা করছি।’
সমিতির সভাপতি আরও বলেন, ‘আজ সকালে আব্দুস সালাম মাঝির নেতৃত্বে এফবি মায়ের দোয়া নামের একটি ট্রলার ৬ জেলেকে নিয়ে নিখোঁজ জেলেদের অনুসন্ধানের জন্য পাঠানো হয়েছে। তাঁরা নেটওয়ার্কের বাইরে থাকায় তাঁদের সঙ্গেও যোগাযোগ করতে পারছি না।’
কোস্টগার্ডের দক্ষিণ জোন পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট এইচ এম এম হারুন অর-রশীদ বলেন, ‘ট্রলারমালিক সমিতির পক্ষ থেকে এ খবর আমাদের জানানো হয়েছে। আমরা উচ্চমহল ও পশ্চিম জোনকে জানিয়েছি। সবাই মিলে বিভিন্ন অঞ্চলে নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে এফবি মামুন নামে একটি মাছ ধরা ট্রলারসহ ১১ জেলে ১২ দিন ধরে নিখোঁজ রয়েছেন। আজ বুধবার বেলা ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। জেলেদের সন্ধান না পাওয়ায় তাঁদের পরিবারগুলো হতাশায় রয়েছে। ট্রলারমালিক মো. হাবিবুর রহমান বরগুনার নলটোনা ইউনিয়নের বাসিন্দা।
জানা যায়, গত ২৭ নভেম্বর সকালে বরগুনার পাথরঘাটা বিএফডিসি মাছঘাট থেকে বঙ্গোপসাগরের উদ্দেশে বড়শি দিয়ে মাছ শিকারের জন্য এফবি মামুন ট্রলারসহ ১১ জেলেকে নিয়ে সাগরে রওনা হয়ে যায়।
গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘সুন্দরবনসংলগ্ন বঙ্গোপসাগরে বড়শি দিয়ে মাছ শিকারের জন্য ২৭ নভেম্বর পাথরঘাটা মৎস্য ঘাট থেকে তাঁরা বঙ্গোপসাগরের উদ্দেশে যান। এসব জেলে সব সময় নেটওয়ার্কের মধ্যে থেকেই মাছ শিকার করতেন। তাঁরা ঘূর্ণিঝড় জাওয়াদের কবলে পড়তে পারে বলে আমরা ধারণা করছি।’
সমিতির সভাপতি আরও বলেন, ‘আজ সকালে আব্দুস সালাম মাঝির নেতৃত্বে এফবি মায়ের দোয়া নামের একটি ট্রলার ৬ জেলেকে নিয়ে নিখোঁজ জেলেদের অনুসন্ধানের জন্য পাঠানো হয়েছে। তাঁরা নেটওয়ার্কের বাইরে থাকায় তাঁদের সঙ্গেও যোগাযোগ করতে পারছি না।’
কোস্টগার্ডের দক্ষিণ জোন পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট এইচ এম এম হারুন অর-রশীদ বলেন, ‘ট্রলারমালিক সমিতির পক্ষ থেকে এ খবর আমাদের জানানো হয়েছে। আমরা উচ্চমহল ও পশ্চিম জোনকে জানিয়েছি। সবাই মিলে বিভিন্ন অঞ্চলে নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’
বরিশালের গৌরনদীতে দুই অটোরিকশা চালকের বিরোধ থেকে যুবদল কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দুজনকে কুপিয়ে জখম ও একজনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
১২ মিনিট আগে৯ লাখ টাকার জাল নোট নিয়ে আলু কিনতে রংপুরে যাওয়ার সময় নাটোরে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার নাটোর-রাজশাহী মহাসড়কের নারায়ণপাড়া এলাকায় যাত্রীবাহী বাস তল্লাশি করে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছে ৯ লাখ ৪৩ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
৩৭ মিনিট আগেরাজধানীর ফার্মগেটের ইন্দিরা রোডে একটি বহুতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনটির বেসমেন্টে লাগা আগুন আট ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণ আনে দমকল বাহিনীর সদস্যরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ভবনটিতে একটি সমবায় ব্যাংক ও কয়েকটি লাইব্রেরি রয়েছে। অগ্নিকাণ্ডের পর লাইব্রেরির জিনস পত্র সরিয়ে নেয় ব্যবসায়ীরা।
১ ঘণ্টা আগেবাসে বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যুর দায় নিয়ে প্রশ্ন তুলেছেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের (আইইউটি) উপাচার্য (ভিসি) অধ্যাপক রফিকুল ইসলাম খান। দুর্ঘটনার পর আজ (শনিবার) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে এসে তিনি এ কথা বলেন।
১ ঘণ্টা আগে