শিক্ষকসংকটে ধুঁকছে ভোলা সরকারি কলেজ

সাইফুল ইসলাম আকাশ, বোরহানউদ্দিন (ভোলা)
প্রকাশ : ২১ অক্টোবর ২০২১, ১৩: ০১
আপডেট : ২১ অক্টোবর ২০২১, ১৪: ৪৩

ভোলা জেলার সেরা বিদ্যাপীঠ ভোলা সরকারি কলেজ। জেলার একমাত্র উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানও এটিই। তবে পর্যাপ্ত শিক্ষকের অভাবে প্রতিষ্ঠানটির পাঠদান ব্যাহত হচ্ছে, ভেঙে পড়েছে শিক্ষাব্যবস্থা। এতে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকেরাও উদ্বেগ প্রকাশ করেছেন।

১৯৬২ সালে আলতাজের রহমান তালুকদার, হাজি খোরশেদ আলম, ইলিয়াস আলী মাস্টার, মো. ছিদ্দিক, মোসলেউদ্দিনসহ বেশ কয়েকজন শিক্ষানুরাগী মিলে ১৫ দশমিক ৬০ একর জমির ওপর কলেজটি প্রতিষ্ঠা করেন। পরে ১৯৭৯ সালে কলেজটি সরকারীকরণ করা হয়। ১৯৯৬ সালে অনার্স কোর্স চালু হয়। বর্তমানে ১৬টি বিষয়ে অনার্স, ১৪টি বিষয়ে মাস্টার্স ও ডিগ্রিসহ (পাস) উচ্চমাধ্যমিক শ্রেণি চালু রয়েছে। ভোলার সাতটি উপজেলা ও জেলার বাইরে থেকে আসা ৮ হাজার শিক্ষার্থী স্বনামধন্য এই প্রতিষ্ঠানে পড়তে পারছে। 

তবে বর্তমানে কলেজটি শিক্ষক ও অবকাঠামোর সংকটসহ নানা সমস্যায় জর্জরিত। কলেজটিতে ৮৯ জন শিক্ষকের পদ থাকলেও মাত্র ৪৩ জন শিক্ষক দিয়েই কার্যক্রম চলছে। উপাধ্যক্ষ পদটিও শূন্য প্রায় চার বছর ধরে। 

বিভাগ হিসেবেও রয়েছে শিক্ষকের সংকট। ইংরেজি বিভাগে ছয়জনের মধ্যে আছেন চারজন, অর্থনীতিতে পাঁচজনের মধ্যে দুজন, বাংলায় সাতজনের মধ্যে ছয়জন, রাষ্ট্রবিজ্ঞানে ছয়জনের মধ্যে তিনজন, ইতিহাসে চারজনের মধ্যে দুজন, ইসলামের ইতিহাসে চারজনের মধ্যে একজন, দর্শনে চারজনের মধ্যে একজন, সমাজকর্মে ছয়জনের মধ্যে দুজন, ভূগোলে চারজনের মধ্যে দুজন, গণিতে চারজনের মধ্যে দুজন, পদার্থবিজ্ঞানে চারজনের মধ্যে দুজন, রসায়নে চারজনের মধ্যে একজন, উদ্ভিদবিজ্ঞান ও প্রাণিবিজ্ঞানে চারজনের মধ্যে দুজন করে, মৃত্তিকাবিজ্ঞানে ছয়জনের মধ্যে একজন, হিসাববিজ্ঞানে ছয়জনের মধ্যে দুজন, ব্যবস্থাপনায় ছয়জনের মধ্যে দুজন, আরবি ও ইসলাম শিক্ষায় দুজনের মধ্যে একজন কর্মরত রয়েছেন। এ ছাড়া পাঁচজন প্রশিক্ষণসহ নানা ছুটিতে রয়েছেন। 

ভোলা সরকারি কলেজএত অল্প শিক্ষক দিয়ে পাঠদান করাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়ালেখা। এই সংকট নিয়ে শিক্ষার্থীরা কয়েক দফা মানববন্ধন ও ক্লাস বর্জন কর্মসূচি পালন করেও কোনো সুরাহা হয়নি। হিসাববিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের কয়েকজন ছাত্র আজকের পত্রিকাকে বলেন, `যে সুনামের জন্য ভোলা সরকারি কলেজে লেখাপড়ার জন্য এসেছি, তার এমন করুণ অবস্থা আগে বুঝতে পারিনি।'

বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইব্রাহিম আদহাম সূর্য বলেন, `আগে এই কলেজের অনেকে বিশ্ববিদ্যালয়, মেডিকেলে চান্স পেত। এ বছর কেউ পায়নি। আমরা মৌলিক বিষয়ে তেমন কিছু শিখতে পারিনি। এর দায়ভার শিক্ষা মন্ত্রণালয়ের এবং শিক্ষা অধিদপ্তরকে নিতে হবে।'

এ প্রসঙ্গে ভোলা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ উল্লাহ স্বপন বলেন, `বিষয়টি দুঃখজনক হলেও সত্য, শিক্ষার্থীদের চাহিদামতো ক্লাস আমরা নিতে পারছি না। আমার বিভাগে আমি একা থাকায় শিক্ষার্থীদের পাঠদান, দাপ্তরিক কাজসহ সবকিছু আমাকেই দেখতে হচ্ছে।'

ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম জাকারিয়া বলেন, `দুর্ভাগ্যের বিষয়, ৮৯ জন শিক্ষকের মধ্যে মাত্র ৪৩ জন শিক্ষক নিয়েই চলতে হচ্ছে আমাদের। শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা অধিদপ্তর এ বিষয়ে অবহিত রয়েছে। শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য মন্ত্রণালয়ে আবেদন জানানো হয়েছে।'

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত