লালমোহনে মিষ্টি খেয়ে ১২ শিশু হাসপাতালে

প্রতিনিধি, লালমোহন (ভোলা)
প্রকাশ : ১৭ জুলাই ২০২১, ১৩: ৩২

ভোলার লালমোহনে মিষ্টি খেয়ে ১২ শিশু অসুস্থ হয়ে পড়েছে। গতকাল শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটে।

অসুস্থ শিশুরা হলেন কিশোরগঞ্জ গ্রামের মনপুরা বাড়ির রিয়াজের ছেলে হোসাইন (২), মো. আব্বাসের মেয়ে আচিয়া (৮), ছেলে জুনায়েদ (২), মো. সিদ্দিকের ছেলে তামিম (৯), মামুনের ছেলে শাহরুখ (৯), মহিউদ্দিনের ছেলে সোলাইমান (৩), সিরাজের মেয়ে তানহা (৩), তাঁর ছেলে সিফাত (৯), হারুনের ছেলে তানজিম, মিলনের দেড় বছরের মেয়ে ফারিয়া, রুবেলের ছেলে ফাহিম (৬) ও কাশেমের ছেলে আবদুল্লাহ (৩)।

অভিভাবকেরা জানান, ফরাজগঞ্জ ইউনিয়নের কিশোরগঞ্জ গ্রামের মনপুরা বাড়ির মো. সিরাজ মিয়ার ছেলে মো. সুজন একটি অটোরিকশা কেনেন। গতকাল বিকেলে এ নিয়ে বাড়িতে মিলাদ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে শিশুসহ সবাইকে মিষ্টি খাওয়ানো হয়। পরে সবাই বাড়ি চলে গেলে সন্ধ্যার পর থেকে প্রতিটি শিশুর বমি ও পেটব্যথা শুরু হয়। পরে তাঁদের রাত সাড়ে ৯টার দিকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সরোওয়ার্দী আজকের পত্রিকাকে বলেন, গতকাল রাত সাড়ে ৯টার দিকে ১২ জন শিশু পেটব্যথা ও বমির সমস্যা নিয়ে ভর্তি হয়। খাবারে বিষক্রিয়ার ফলে শিশুরা অসুস্থ হয়ে পরেছে। তাঁদের চিকিৎসা চলছে।

লালমোহন থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তবে কেউ এখনো লিখিত অভিযোগ করেননি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত