স্বামীর পরীক্ষায় প্রক্সি দিয়ে স্ত্রী কারাগারে

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ২৬
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ০৩

ঝালকাঠিতে স্বামীর পরীক্ষায় প্রক্সি দেওয়ার দায়ে স্ত্রীকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সন্ধ্যায় ঝালকাঠি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) বশির গাজী ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত স্ত্রীর নাম মারিয়া রহমান। তিনি বরিশাল সরকারি মহিলা কলেজের ছাত্রী। অন্যদিকে স্বামী মতিয়ার রহমান অনার্স দ্বিতীয় বর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। 

আদালতের বিচারক মো. বশির গাজী জানান, ঝালকাঠি সরকারি কলেজের ছাত্র মতিয়ার রহমানের অনার্স দ্বিতীয় বর্ষের ইংরেজি পরীক্ষা ছিল গতকাল। তাঁর পরীক্ষার কেন্দ্র পড়ে ঝালকাঠি সরকারি মহিলা কলেজে। কিন্তু তাঁর পরিবর্তে স্ত্রী মারিয়া রহমান প্রক্সি দিয়ে পরীক্ষায় অংশ নেন। বিষয়টি পরীক্ষাকক্ষ পরিদর্শকের কাছে ধরা পড়লে প্রশাসনকে অবহিত করেন। পরে তাঁকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি পরীক্ষার্থী মতিউর রহমানকে বহিষ্কার করা হয়েছে। এ ব্যাপারে জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটি প্রতিবেদন পাঠানো হবে। দণ্ডপ্রাপ্ত ছাত্রীকে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

ভারতের পাল্টা আক্রমণে দিশেহারা অস্ট্রেলিয়া

ঢাকা কলেজে সংঘর্ষকালে বোমা বিস্ফোরণে ছিটকে পড়েন সেনাসদস্য—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা

ঐশ্বরিয়ার বিচ্ছেদের খবরে মুখ খুললেন অমিতাভ

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত