প্রতিনিধি, পাথরঘাটা(বরগুনা)
বাবাকে বিয়ের দাওয়াত দিতে এসে বাবার হাতেই মার খেয়েছেন হাফিজ ও হাসিব নামে দুই ভাই। আজ বিকেল সাড়ে ৫টায় বরগুনার পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের চরলাঠিমারা গ্রামে এই ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় ওই দুই ভাই পাথরঘাটা থানায় বাবা ইউনূসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার।
হাফিজুল জানান, মায়ের পরামর্শে আমরা দুই ভাই বিয়ের দিনক্ষণ ঠিক হলে ঈদের দিন বিকেলে বাবাকে বিষয়টি জানাতে ও দাওয়াত দিতে যাই। সেখানে গেলেই আমাদের বাবা, সৎ মা ও সৎ ভাই মিলে আমাদের মারধর করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাথরঘাটা হাসপাতালে নিয়ে যায়।
স্থানীয় সাবেক ইউপি সদস্য সোহরাব হোসেন জানান, হাসিব ও হাফিজ যখন ছোট, তখন থেকেই তাঁদের কোনো খোঁজ খবর নিতো না ইউনূস। পরবর্তীতে তিনি দ্বিতীয় বিয়ে করে। তাঁর দুই ছেলে আজ বিয়ের দাওয়াত দিতে আসলে তাঁদের মারধর করেন তিনি। পরে স্থানীয়রা তাঁদের দুই ভাইকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে ইউনূসের বিচার চেয়ে এলাকায় বিক্ষোভ করে। অভিযুক্ত ইউনূসের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি স্বীকার করেছেন।
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানিয়েছেন, হাসিব ও হাফিজের উভয়েরই হাত ভেঙে গিয়েছে। তাঁদের চিকিৎসা চলছে।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার জানান, এ বিষয়ে আমরা মৌখিক অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত চলছে। অবশ্যই দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাবাকে বিয়ের দাওয়াত দিতে এসে বাবার হাতেই মার খেয়েছেন হাফিজ ও হাসিব নামে দুই ভাই। আজ বিকেল সাড়ে ৫টায় বরগুনার পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের চরলাঠিমারা গ্রামে এই ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় ওই দুই ভাই পাথরঘাটা থানায় বাবা ইউনূসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার।
হাফিজুল জানান, মায়ের পরামর্শে আমরা দুই ভাই বিয়ের দিনক্ষণ ঠিক হলে ঈদের দিন বিকেলে বাবাকে বিষয়টি জানাতে ও দাওয়াত দিতে যাই। সেখানে গেলেই আমাদের বাবা, সৎ মা ও সৎ ভাই মিলে আমাদের মারধর করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাথরঘাটা হাসপাতালে নিয়ে যায়।
স্থানীয় সাবেক ইউপি সদস্য সোহরাব হোসেন জানান, হাসিব ও হাফিজ যখন ছোট, তখন থেকেই তাঁদের কোনো খোঁজ খবর নিতো না ইউনূস। পরবর্তীতে তিনি দ্বিতীয় বিয়ে করে। তাঁর দুই ছেলে আজ বিয়ের দাওয়াত দিতে আসলে তাঁদের মারধর করেন তিনি। পরে স্থানীয়রা তাঁদের দুই ভাইকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে ইউনূসের বিচার চেয়ে এলাকায় বিক্ষোভ করে। অভিযুক্ত ইউনূসের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি স্বীকার করেছেন।
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানিয়েছেন, হাসিব ও হাফিজের উভয়েরই হাত ভেঙে গিয়েছে। তাঁদের চিকিৎসা চলছে।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার জানান, এ বিষয়ে আমরা মৌখিক অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত চলছে। অবশ্যই দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সংবিধান সংশোধনের প্রয়োজনীয়তা তুলে ধরে জোনায়েদ সাকি বলেন, ‘আগামী সংবিধান হতে হবে এই দেশের সমস্ত নাগরিককে সমান মর্যাদা দিয়ে। সেই নাগরিকের ধর্মীয় পরিচয় যা-ই হোক না কেন। ধর্মীয় পরিচয় কিংবা জাতিগত মর্যাদা দিয়ে নাগরিকের মর্যাদা ঠিক হবে না।
৪ মিনিট আগেরায়পুরার পেঁয়াজ খেতে কামরুজ্জামানের মরদেহ পাওয়া গেছে। বিদ্যুৎস্পৃষ্টের কোনো চিহ্ন না থাকায় মৃত্যুর কারণ নির্ধারণে তদন্ত চলছে।
১৪ মিনিট আগেনীলফামারী জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দীপক চক্রবর্তীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আজ শনিবার তাকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
১৫ মিনিট আগেচট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনকারীদের লক্ষ্য করে একটি শাটার গান দিয়ে একাই ২৮ রাউন্ড গুলি করেছিলেন যুবলীগ কর্মী তৌহিদুল ইসলাম ওরফে ফরিদ (৩২)। গতকাল শুক্রবার সাতক্ষীরা সদর উপজেলার কামালনগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে চান্দগাঁও থানা-পুলিশ।
২৩ মিনিট আগে