ঝালকাঠি প্রতিনিধি
মুরগির বাচ্চা কিংবা উমে বসা মুরগি কীভাবে ডাকে! বিভিন্ন প্রাণী কিংবা যানবাহনের ডাক একজন মানুষের কণ্ঠে শুনতে পারলে ব্যাপারটি কেমন হবে! বিষয়টি অনেকটা একের ভেতর সব হয়ে গেলে তা অবশ্যই একটি বিরল প্রতিভা হয়ে দাঁড়ায়। আর এই বিরল প্রতিভার কাজটি করেন ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের নবগ্রাম গ্রামের বাসিন্দা মো. ইমাম হোসেন বিমান।
এলাকার সবাই বিমান নামেই চেনেন তাঁকে। তিনি ওই এলাকার এম এ সোবাহান মিঞার ছেলে বিমান। তিনি ১৫ বছর বয়স থেকে বিভিন্ন রকমের ডাক ডাকতে পারেন। বর্তমানে পশুপাখিসহ ২৯ রকমের কণ্ঠ নকল করার পাশাপাশি বিভিন্ন পর্যায়ের মানুষ ও যন্ত্রের মোট ৩৯ ধরনের অবিকল আওয়াজ করে দেখাতে পারেন এই তরুণ।
মুরগি ডিম পেড়ে ওঠার পর কেমন আওয়াজ করে বা রাতে মুরগি কেমন শব্দ করে, তা তিনি এমনভাবে করে দেখান যে বোঝার উপায় নেই এগুলো কোনো মানুষ করেছেন। বিমান ১৫ বছর বয়স থেকে বিড়াল, বিড়ালছানা, পুরুষ বিড়াল, মেছো বিড়াল, কুকুর, কুকুরছানা, ব্যাঙ, সাপে ধরা ব্যাঙ, ছাগল, গরু, বাছুর, ইঁদুর, হাঁসের ছানা, শালিক, কবুতর, ঘুঘু, কাক, বাজপাখি, কুক্কা, বক ও ডাহুকের কণ্ঠ নকল করে ডাকতে পারেন।
এ ছাড়া লঞ্চের ইঞ্জিনের শব্দ, বাঁশি বাজানো, শিশুর কান্না, গ্রামীণ নারীদের দ্বারা হাঁস ও মুরগির ছানা ডাকা, বৃদ্ধ দাদুর কথাবার্তা, তৃতীয় লিঙ্গের মানুষদের কথা বলা, বাবার বাড়ি ত্যাগের সময় কনের কান্না, নারী কণ্ঠে কথা এবং একই গান নারী ও পুরুষ কণ্ঠে দ্বৈতভাবে গাওয়ার মতো পারদর্শিতা রয়েছে তাঁর।
এ সম্পর্কে বিমান বলেন, ‘আমি আমাদের পোষা বিড়াল ও কুকুরের সঙ্গে বেশি সময় কাটাতাম। সে সময় আমি তাদের ডাক এবং আচরণ লক্ষ্য করতাম। প্রাণীদের ডাক শেখার ইচ্ছা ও প্রেরণা আসে সেখান থেকেই। ঝগড়ার সময় ওরা কীভাবে ডাকত, সেটা লক্ষ্য করে আমি চেষ্টা করতাম। এভাবেই প্রাণীদের ডাক শুনে শুনে শেখার চেষ্টা করতে থাকি।
জানা যায়, তিনি বরিশাল বিএম কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর (এমএসএস) পাশ করেন। বিয়ে করেছেন ২০০৬ সালে। বর্তমানে তিনি দুই সন্তানের জনক। বিমান বর্তমানে বরিশালের স্থানীয় আঞ্চলিক দৈনিকের সঙ্গে যুক্ত থেকে স্থানীয়ভাবে সাংবাদিকতা করছেন।
মুরগির বাচ্চা কিংবা উমে বসা মুরগি কীভাবে ডাকে! বিভিন্ন প্রাণী কিংবা যানবাহনের ডাক একজন মানুষের কণ্ঠে শুনতে পারলে ব্যাপারটি কেমন হবে! বিষয়টি অনেকটা একের ভেতর সব হয়ে গেলে তা অবশ্যই একটি বিরল প্রতিভা হয়ে দাঁড়ায়। আর এই বিরল প্রতিভার কাজটি করেন ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের নবগ্রাম গ্রামের বাসিন্দা মো. ইমাম হোসেন বিমান।
এলাকার সবাই বিমান নামেই চেনেন তাঁকে। তিনি ওই এলাকার এম এ সোবাহান মিঞার ছেলে বিমান। তিনি ১৫ বছর বয়স থেকে বিভিন্ন রকমের ডাক ডাকতে পারেন। বর্তমানে পশুপাখিসহ ২৯ রকমের কণ্ঠ নকল করার পাশাপাশি বিভিন্ন পর্যায়ের মানুষ ও যন্ত্রের মোট ৩৯ ধরনের অবিকল আওয়াজ করে দেখাতে পারেন এই তরুণ।
মুরগি ডিম পেড়ে ওঠার পর কেমন আওয়াজ করে বা রাতে মুরগি কেমন শব্দ করে, তা তিনি এমনভাবে করে দেখান যে বোঝার উপায় নেই এগুলো কোনো মানুষ করেছেন। বিমান ১৫ বছর বয়স থেকে বিড়াল, বিড়ালছানা, পুরুষ বিড়াল, মেছো বিড়াল, কুকুর, কুকুরছানা, ব্যাঙ, সাপে ধরা ব্যাঙ, ছাগল, গরু, বাছুর, ইঁদুর, হাঁসের ছানা, শালিক, কবুতর, ঘুঘু, কাক, বাজপাখি, কুক্কা, বক ও ডাহুকের কণ্ঠ নকল করে ডাকতে পারেন।
এ ছাড়া লঞ্চের ইঞ্জিনের শব্দ, বাঁশি বাজানো, শিশুর কান্না, গ্রামীণ নারীদের দ্বারা হাঁস ও মুরগির ছানা ডাকা, বৃদ্ধ দাদুর কথাবার্তা, তৃতীয় লিঙ্গের মানুষদের কথা বলা, বাবার বাড়ি ত্যাগের সময় কনের কান্না, নারী কণ্ঠে কথা এবং একই গান নারী ও পুরুষ কণ্ঠে দ্বৈতভাবে গাওয়ার মতো পারদর্শিতা রয়েছে তাঁর।
এ সম্পর্কে বিমান বলেন, ‘আমি আমাদের পোষা বিড়াল ও কুকুরের সঙ্গে বেশি সময় কাটাতাম। সে সময় আমি তাদের ডাক এবং আচরণ লক্ষ্য করতাম। প্রাণীদের ডাক শেখার ইচ্ছা ও প্রেরণা আসে সেখান থেকেই। ঝগড়ার সময় ওরা কীভাবে ডাকত, সেটা লক্ষ্য করে আমি চেষ্টা করতাম। এভাবেই প্রাণীদের ডাক শুনে শুনে শেখার চেষ্টা করতে থাকি।
জানা যায়, তিনি বরিশাল বিএম কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর (এমএসএস) পাশ করেন। বিয়ে করেছেন ২০০৬ সালে। বর্তমানে তিনি দুই সন্তানের জনক। বিমান বর্তমানে বরিশালের স্থানীয় আঞ্চলিক দৈনিকের সঙ্গে যুক্ত থেকে স্থানীয়ভাবে সাংবাদিকতা করছেন।
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ লায়েককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ঢাকার একটি আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
১৮ মিনিট আগেঅন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে ও তার গুরুত্ব তুলে ধরতে বিভিন্ন ধর্ম, বর্ণ, লিঙ্গ, মত, জাতিসত্তার মানুষ নিয়ে সাংস্কৃতিক আয়োজন করেছে গণতান্ত্রিক নাগরিক কমিটি। রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে আজ শনিবার বিকেলে ‘বৈচিত্র্যের ঐক্য’ শীর্ষক অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
১৯ মিনিট আগেনিউ এইজ পত্রিকার সম্পাদক নূরুল কবিরকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানি করার অভিযোগ উঠেছে। আজ শনিবার তিনি এক ফেসবুক পোস্টে এ অভিযোগ করেছেন।
৩৫ মিনিট আগেপিকনিকের বাসে বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) তিন শিক্ষার্থীর একজন মীর মোজাম্মেল হোসেন নাঈম (২৩)। তার এমন আকস্মিক মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্বজনরা। শোকের স্তব্ধ পরিবার ও প্রতিবেশীরা।
৩৮ মিনিট আগে