ভোলা প্রতিনিধি
সরকারের পদত্যাগ, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোসহ ১০ দফা দাবিতে ভোলায় মানববন্ধন ও পথসভা করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি আজ শনিবার বেলা ১১টার দিকে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও ডাকসুর সাবেক এজিএস নাজিমউদ্দিন আলম।
জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ, বিএনপি নেতা আমিনুল ইসলাম খান, আসিফ আলতাফ, হেলাল উদ্দিন, খায়রুল ইসলাম, জাকির হোসেন হাওলাদার, শফিকুল ইসলাম, তরিকুল ইসলাম কায়েদ, লিয়াকত আলী, শহিদুল ইসলাম মানিক, অ্যাডভোকেট আমিনুল ইসলাম বাছেদ প্রমুখ।
মানববন্ধন ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, ‘বাংলাদেশে এখন চলছে ব্যাপক লুণ্ঠন। সাধারণ মানুষের কোনো অধিকার নেই। দ্রব্যমূল্য লাগাম ছাড়া। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। এ সরকার ভোটারদের ভোটাধিকার হরণ করেছে। যেই গণতন্ত্রের জন্য ১৯৭১ সালে আমরা লড়াই করেছিলাম, সেই গণতন্ত্র ১৯৭৫ সালে বাকশাল তৈরির মাধ্যমে নির্মূল করে দেওয়া হয়েছে।’
হাফিজ উদ্দিন আরও বলেন, ‘আফ্রিকার জঙ্গলে মানুষের যে অধিকার আছে, স্বাধীন বাংলাদেশে সে অধিকার নেই। আওয়ামী লীগের দুর্বৃত্তরা রাষ্ট্রীয় সম্পদ লুট করে এ দেশের মানুষকে এক সীমাহীন অন্ধকারে নিমজ্জিত করেছে। আমরা এ অবস্থার অবসান চাই। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়ার আহ্বান রইল।’
সরকারের পদত্যাগ, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোসহ ১০ দফা দাবিতে ভোলায় মানববন্ধন ও পথসভা করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি আজ শনিবার বেলা ১১টার দিকে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও ডাকসুর সাবেক এজিএস নাজিমউদ্দিন আলম।
জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ, বিএনপি নেতা আমিনুল ইসলাম খান, আসিফ আলতাফ, হেলাল উদ্দিন, খায়রুল ইসলাম, জাকির হোসেন হাওলাদার, শফিকুল ইসলাম, তরিকুল ইসলাম কায়েদ, লিয়াকত আলী, শহিদুল ইসলাম মানিক, অ্যাডভোকেট আমিনুল ইসলাম বাছেদ প্রমুখ।
মানববন্ধন ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, ‘বাংলাদেশে এখন চলছে ব্যাপক লুণ্ঠন। সাধারণ মানুষের কোনো অধিকার নেই। দ্রব্যমূল্য লাগাম ছাড়া। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। এ সরকার ভোটারদের ভোটাধিকার হরণ করেছে। যেই গণতন্ত্রের জন্য ১৯৭১ সালে আমরা লড়াই করেছিলাম, সেই গণতন্ত্র ১৯৭৫ সালে বাকশাল তৈরির মাধ্যমে নির্মূল করে দেওয়া হয়েছে।’
হাফিজ উদ্দিন আরও বলেন, ‘আফ্রিকার জঙ্গলে মানুষের যে অধিকার আছে, স্বাধীন বাংলাদেশে সে অধিকার নেই। আওয়ামী লীগের দুর্বৃত্তরা রাষ্ট্রীয় সম্পদ লুট করে এ দেশের মানুষকে এক সীমাহীন অন্ধকারে নিমজ্জিত করেছে। আমরা এ অবস্থার অবসান চাই। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়ার আহ্বান রইল।’
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি। ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
২ ঘণ্টা আগেযশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
২ ঘণ্টা আগে২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ২ মার্চ পতাকা দিবস ঘোষণার দাবিতে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এই আহ্বা
৩ ঘণ্টা আগেদেশের বিশিষ্ট সম্পাদক এবং প্রবীণ সাংবাদিক নূরুল কবীর সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বতীকালীন সরকারের প্রেস উইং।
৩ ঘণ্টা আগে