গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
নিজ ঘরের শোকেসের ভেতর বোমা লুকিয়ে রেখেছিলেন কবির মৃধা ওরফে বোমা কবির (৪০)। কিন্তু সেই বোমার বিস্ফোরণেই উড়ে গেছে তাঁর টিনের ঘর ও আসবাবপত্র। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের নন্দনপট্টি গ্রামে আজ সোমবার দুপুরে এই ঘটনা ঘটে। পুলিশের ধারণা, লুকিয়ে রাখা বোমা গরমে বিস্ফোরিত হয়েছে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, উপজেলার বার্থী ইউনিয়নের নন্দনপট্রি গ্রামের মোহাম্মদ মৃধার ছেলে কবির মৃধা (৪০) ওরফে বোমা কবির। তাঁর বসতঘরে দুপুর পৌনে ৩টার দিকে বিকট শব্দে বোমা বিস্ফোরিত হয়। এ সময় ঘরের লোকজন ও গ্রামের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার প্রত্যক্ষদর্শী কবিরের বড় ভাই আয়নাল মৃধার স্ত্রী রুনা বেগম বলেন, ‘ঘরের সামনের বারান্দার শোকেসের মধ্যে বিকট শব্দে কতগুলো বোমা একত্রে বিস্ফোরিত হয়। এরপর পরিবারের সদস্যরা আতঙ্কে কান্না করতে করতে দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকে। আমি প্রাণভয়ে খাটের নিচে আশ্রয় নিই। বোমার আঘাতে শোকেসটি ছিন্নভিন্ন হয়ে গেছে। এ ছাড়া ঘরের আসবাবপত্র তছনছ হয়ে গেছে এবং বেড়ার টিন উড়ে গেছে।’
পুলিশ জানায়, খবর পেয়ে দুপুর সাড়ে তিনটার দিকে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বসতঘরটি ঘিরে রেখেছে। এরপর বোমা বিশেষজ্ঞ দল আসার পর বসতঘরে ঢুকে পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে ঘটনার পর কবির মৃধা ওরফে বোমা কবির, তাঁর স্ত্রী সানজিদা আক্তার ও কন্যাশিশুকে নিয়ে আত্মগোপনে রয়েছে।
এ ব্যাপারে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বোমা বিস্ফোরিত হওয়ার সত্যতা স্বীকার করে আজকের পত্রিকাকে বলেন, ‘ধারণা করা হচ্ছে বসতঘরের মধ্যে সংরক্ষণ করা বোমা বিস্ফোরিত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।’
নিজ ঘরের শোকেসের ভেতর বোমা লুকিয়ে রেখেছিলেন কবির মৃধা ওরফে বোমা কবির (৪০)। কিন্তু সেই বোমার বিস্ফোরণেই উড়ে গেছে তাঁর টিনের ঘর ও আসবাবপত্র। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের নন্দনপট্টি গ্রামে আজ সোমবার দুপুরে এই ঘটনা ঘটে। পুলিশের ধারণা, লুকিয়ে রাখা বোমা গরমে বিস্ফোরিত হয়েছে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, উপজেলার বার্থী ইউনিয়নের নন্দনপট্রি গ্রামের মোহাম্মদ মৃধার ছেলে কবির মৃধা (৪০) ওরফে বোমা কবির। তাঁর বসতঘরে দুপুর পৌনে ৩টার দিকে বিকট শব্দে বোমা বিস্ফোরিত হয়। এ সময় ঘরের লোকজন ও গ্রামের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার প্রত্যক্ষদর্শী কবিরের বড় ভাই আয়নাল মৃধার স্ত্রী রুনা বেগম বলেন, ‘ঘরের সামনের বারান্দার শোকেসের মধ্যে বিকট শব্দে কতগুলো বোমা একত্রে বিস্ফোরিত হয়। এরপর পরিবারের সদস্যরা আতঙ্কে কান্না করতে করতে দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকে। আমি প্রাণভয়ে খাটের নিচে আশ্রয় নিই। বোমার আঘাতে শোকেসটি ছিন্নভিন্ন হয়ে গেছে। এ ছাড়া ঘরের আসবাবপত্র তছনছ হয়ে গেছে এবং বেড়ার টিন উড়ে গেছে।’
পুলিশ জানায়, খবর পেয়ে দুপুর সাড়ে তিনটার দিকে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বসতঘরটি ঘিরে রেখেছে। এরপর বোমা বিশেষজ্ঞ দল আসার পর বসতঘরে ঢুকে পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে ঘটনার পর কবির মৃধা ওরফে বোমা কবির, তাঁর স্ত্রী সানজিদা আক্তার ও কন্যাশিশুকে নিয়ে আত্মগোপনে রয়েছে।
এ ব্যাপারে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বোমা বিস্ফোরিত হওয়ার সত্যতা স্বীকার করে আজকের পত্রিকাকে বলেন, ‘ধারণা করা হচ্ছে বসতঘরের মধ্যে সংরক্ষণ করা বোমা বিস্ফোরিত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।’
সুপ্রিম কোর্টের আদেশ বাস্তবায়ন ও নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করে সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল করতে দেওয়াসহ সাত দফা দাবি জানিয়েছে রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ। আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এসব দাবি জানান তারা...
২ মিনিট আগেনিজেদের ক্ষতি পুষিয়ে নিতে এসব পরিবারের নারীরা প্রশিক্ষণ নিয়ে বসতবাড়ির আশপাশে শাকসবজি চাষ করেন। তা ছাড়া ভেড়া, হাঁস-মুরগি পালন করে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন তাঁরা। এসব নারীর উন্নয়নমূলক কর্মকাণ্ড দেখে অন্যরাও উৎসাহী হচ্ছেন। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপ এই এলাকার মানুষের জীবনমান উন্নয়নে ক
২৩ মিনিট আগেছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে যে নতুন বাংলাদেশ পেয়েছি, এর মূল কারিগরই ছিলেন ছাত্র ও শিক্ষকেরা। বিএনপি সরকার গঠন করলে শিক্ষকদের ন্যায়সংগত সকল দাবি-দাওয়া মেনে নেওয়া হবে...
৩৪ মিনিট আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সহকারী প্রক্টর ও ভাস্কর্য বিভাগের সহকারী অধ্যাপক জাহিদুল হককে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের কর্মকর্তা সালাউদ্দিন মোল্লার বিরুদ্ধে...
২ ঘণ্টা আগে