পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
বরগুনার পাথরঘাটা উপজেলার সাত ইউনিয়নের পাঁচটি ইউনিয়ন ও পৌর কমিটি গঠনকে কেন্দ্র করে আওয়ামী লীগের একাংশ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় পাথরঘাটা কলেজ রোড থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শেখ রাসেল স্কায়ারে প্রতিবাদ সভা করে। এ সময় রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন নেতা-কর্মীরা।
এর আগে শনিবার সকালে পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সম্পাদক স্বাক্ষরিত কমিটি প্রকাশ করা হয়। বিক্ষোভ মিছিলে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পাথরঘাটা পৌর মেয়র আনোয়ার হোসেন আকন, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আকন মো. শহীদ, সদর ইউনিয়ন চেয়ারম্যান আলমগীর হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান জামাল হোসেনসহ কয়েকশ দলীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, নাচনাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের মাসুদ রানাকে সভাপতি ও মো. ফরিদ খানকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। চরদুয়ানীতে হাফিজউদ্দিন আহমেদ ওরফে ফিরোজকে সভাপতি ও আরিফুর রহমান মোল্লাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। একইভাবে পাথরঘাটা সদর ইউনিয়নে শামসুল আলম সিকদারকে সভাপতি ও ইব্রাহিম খলিলকে সাধারণ সম্পাদক, কাকচিড়া ইউনিয়নে আলাউদ্দিন পল্টুকে সভাপতি ও ফিরোজ আলমকে সাধারণ সম্পাদক, কাঠালতলীতে শহিদুল ইসলামকে সভাপতি ও মহিউদ্দিন সিকদার ওরফে হিরুকে সাধারণ সম্পাদক এবং পাথরঘাটা পৌর শাখায় মোস্তফা কামালকে সভাপতি ও মো. নাসির উদ্দিন ওরফে সোহাগকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
তবে এ কমিটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে আওয়ামী লীগের একাংশ। তাদের দাবি টাকার বিনিময়ে এ কমিটি প্রকাশ করেছে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাবির হোসেন।
উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আকন মোহাম্মদ শহীদ জানান, মোটা অঙ্কের টাকার বিনিময়ে এ কমিটিতে অনেক বিতর্কিত এবং খুনের মামলার আসামিও স্থান পেয়েছে। বিতর্কিত এ কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সম্পাদকের অপসারণ দাবি করেছেন নেতা-কর্মীরা।
এদিকে আগামী ৩১ অক্টোবর বিকেল ৩টায় পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনকে সামনে রেখে এ কমিটি ঘোষণা করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা যায়।
এ ব্যাপারে পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো জাবির হোসেন বলেন, ‘দলীয় নিয়ম মেনেই কমিটি গঠন করা হয়েছে। এতে কোনো প্রকার অনিয়ম দুর্নীতি হয়নি। ত্যাগী নেতাদের এ ইউনিয়ন কমিটিতে মুল্যায়ন করা হয়েছে।’
বরগুনার পাথরঘাটা উপজেলার সাত ইউনিয়নের পাঁচটি ইউনিয়ন ও পৌর কমিটি গঠনকে কেন্দ্র করে আওয়ামী লীগের একাংশ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় পাথরঘাটা কলেজ রোড থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শেখ রাসেল স্কায়ারে প্রতিবাদ সভা করে। এ সময় রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন নেতা-কর্মীরা।
এর আগে শনিবার সকালে পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সম্পাদক স্বাক্ষরিত কমিটি প্রকাশ করা হয়। বিক্ষোভ মিছিলে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পাথরঘাটা পৌর মেয়র আনোয়ার হোসেন আকন, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আকন মো. শহীদ, সদর ইউনিয়ন চেয়ারম্যান আলমগীর হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান জামাল হোসেনসহ কয়েকশ দলীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, নাচনাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের মাসুদ রানাকে সভাপতি ও মো. ফরিদ খানকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। চরদুয়ানীতে হাফিজউদ্দিন আহমেদ ওরফে ফিরোজকে সভাপতি ও আরিফুর রহমান মোল্লাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। একইভাবে পাথরঘাটা সদর ইউনিয়নে শামসুল আলম সিকদারকে সভাপতি ও ইব্রাহিম খলিলকে সাধারণ সম্পাদক, কাকচিড়া ইউনিয়নে আলাউদ্দিন পল্টুকে সভাপতি ও ফিরোজ আলমকে সাধারণ সম্পাদক, কাঠালতলীতে শহিদুল ইসলামকে সভাপতি ও মহিউদ্দিন সিকদার ওরফে হিরুকে সাধারণ সম্পাদক এবং পাথরঘাটা পৌর শাখায় মোস্তফা কামালকে সভাপতি ও মো. নাসির উদ্দিন ওরফে সোহাগকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
তবে এ কমিটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে আওয়ামী লীগের একাংশ। তাদের দাবি টাকার বিনিময়ে এ কমিটি প্রকাশ করেছে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাবির হোসেন।
উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আকন মোহাম্মদ শহীদ জানান, মোটা অঙ্কের টাকার বিনিময়ে এ কমিটিতে অনেক বিতর্কিত এবং খুনের মামলার আসামিও স্থান পেয়েছে। বিতর্কিত এ কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সম্পাদকের অপসারণ দাবি করেছেন নেতা-কর্মীরা।
এদিকে আগামী ৩১ অক্টোবর বিকেল ৩টায় পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনকে সামনে রেখে এ কমিটি ঘোষণা করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা যায়।
এ ব্যাপারে পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো জাবির হোসেন বলেন, ‘দলীয় নিয়ম মেনেই কমিটি গঠন করা হয়েছে। এতে কোনো প্রকার অনিয়ম দুর্নীতি হয়নি। ত্যাগী নেতাদের এ ইউনিয়ন কমিটিতে মুল্যায়ন করা হয়েছে।’
সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার জেলার গোয়াইনঘাটের পান্তুমাই, প্রতাপপুর, সোনারহাট, সংগ্রাম, তামাবিলসহ বিভিন্ন সীমান্ত থেকে এসব পণ্য জব্দ করা হয়।
৬ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহীর অন্যতম সমন্বয়ক সোহেল রানার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন আন্দোলনের নেতা-কর্মীরা। আজ শনিবার বেলা ৩টার দিকে রাজশাহী নগরের সাহেববাজার জিরো পয়েন্টে রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলন, রাজশাহী ব্যানারে এ কর্মসূচি হয়।
১০ মিনিট আগেগ্রামের রাস্তায় দোতলা বাস নিয়ে কেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের পিকনিকে নিয়ে গিয়েছে, সেই প্রশ্ন তুলেছেন বাসে বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া শিক্ষার্থী জোবায়ের আলম সাকিবের স্বজনেরা। এই দুর্ঘটনার জন্য তাঁরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষেরই গাফিলতি দেখছেন।
৩৪ মিনিট আগেবিগত সরকারের আমলে মিথ্যা ও গায়েবি মামলা প্রত্যাহারে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কথা বলছেন বলে দলীয় নেতা–কর্মীদের জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
১ ঘণ্টা আগে