কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবিরের ৮-ইস্ট ক্যাম্পে গোলাগুলিতে পাঁচজন নিহতের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় একটি ওয়ান শুটার গান ও একটি গুলি জব্দ করা হয়। গতকাল শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহাম্মদ ফোরকান (২৩), এনাম উল্যাহ (২৩), এবাদ উল্যাহ (২৫), আরিফ উল্যাহ (৩০), মোহাম্মদ জুবায়ের (২৯) ও বি রহমান (৩৪)। তাঁরা ক্যাম্প ৮ ও ৯-এর বিভিন্ন ব্লকের বাসিন্দা।
রোহিঙ্গা শিবিরে নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ ফারুক আহমেদ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।
ফারুক আহমেদ জানান, গতকাল ভোরে উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের ৮-ইস্ট ক্যাম্পে দুই সন্ত্রাসী দলের মধ্যে গোলাগুলির ঘটনায় পাঁচজন নিহত হন। ওই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা ক্যাম্পে অবস্থান করছেন—এমন খবরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথ অভিযান চালায়। এতে ক্যাম্পের বিভিন্ন এলাকায় অভিযানে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
এদিকে এ ঘটনায় এখনো থানায় মামলা হয়নি। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, ফাইভ মার্ডারের ঘটনায় এখনো ভুক্তভোগী পরিবার থেকে কোনো ধরনের অভিযোগ জমা দেওয়া হয়নি। অভিযোগ পেলেই মামলা রেকর্ড করা হবে। তিনি বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবিরের ৮-ইস্ট ক্যাম্পে গোলাগুলিতে পাঁচজন নিহতের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় একটি ওয়ান শুটার গান ও একটি গুলি জব্দ করা হয়। গতকাল শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহাম্মদ ফোরকান (২৩), এনাম উল্যাহ (২৩), এবাদ উল্যাহ (২৫), আরিফ উল্যাহ (৩০), মোহাম্মদ জুবায়ের (২৯) ও বি রহমান (৩৪)। তাঁরা ক্যাম্প ৮ ও ৯-এর বিভিন্ন ব্লকের বাসিন্দা।
রোহিঙ্গা শিবিরে নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ ফারুক আহমেদ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।
ফারুক আহমেদ জানান, গতকাল ভোরে উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের ৮-ইস্ট ক্যাম্পে দুই সন্ত্রাসী দলের মধ্যে গোলাগুলির ঘটনায় পাঁচজন নিহত হন। ওই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা ক্যাম্পে অবস্থান করছেন—এমন খবরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথ অভিযান চালায়। এতে ক্যাম্পের বিভিন্ন এলাকায় অভিযানে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
এদিকে এ ঘটনায় এখনো থানায় মামলা হয়নি। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, ফাইভ মার্ডারের ঘটনায় এখনো ভুক্তভোগী পরিবার থেকে কোনো ধরনের অভিযোগ জমা দেওয়া হয়নি। অভিযোগ পেলেই মামলা রেকর্ড করা হবে। তিনি বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
গ্রামের রাস্তায় দোতলা বাস নিয়ে কেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের পিকনিকে নিয়ে গিয়েছে, সেই প্রশ্ন তুলেছেন বাসে বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া শিক্ষার্থী জোবায়ের আলম সাকিবের স্বজনেরা। এই দুর্ঘটনার জন্য তাঁরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষেরই গাফিলতি দেখছেন।
৩ মিনিট আগেবিগত সরকারের আমলে মিথ্যা ও গায়েবি মামলা প্রত্যাহারে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কথা বলছেন বলে দলীয় নেতা কর্মীদের জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
১৬ মিনিট আগেবরিশালের গৌরনদীতে দুই অটোরিকশা চালকের বিরোধ থেকে যুবদল কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দুজনকে কুপিয়ে জখম ও একজনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
১ ঘণ্টা আগে৯ লাখ টাকার জাল নোট নিয়ে আলু কিনতে রংপুরে যাওয়ার সময় নাটোরে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার নাটোর-রাজশাহী মহাসড়কের নারায়ণপাড়া এলাকায় যাত্রীবাহী বাস তল্লাশি করে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছে ৯ লাখ ৪৩ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে