সীতাকুণ্ডে দেশীয় অস্ত্র ও কার্তুজসহ গ্রেপ্তার ১ 

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২২, ১৬: ১৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি দেশীয় অস্ত্র ও কার্তুজসহ জামাল উদ্দিন (২৯) নামে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার সকালে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের শুকলালহাট কেমিক্যাল কমপ্লেক্সের গেট এলাকায় অভিযান চালিয়ে জামাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার জামাল উদ্দিন একই ইউনিয়নের উত্তর দাড়ালিয়াপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে। 

সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল রাতে মহাসড়কে দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্রসহ ডাকাতি প্রস্তুতির বিষয়টি জানতে পারি। পরে শুকলালহাটের কেমিক্যাল কমপ্লেক্স গেট এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে ডাকাতের দল পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ধাওয়া করে জামাল উদ্দিনকে আটক করা হয়েছে। আটকের পর তাঁর স্বীকারোক্তি অনুযায়ী ওই এলাকায় তল্লাশি চালিয়ে একটি দেশীয় ওয়ান শুটার গান ও চারটি কার্তুজ জব্দ করা হয়। 

উপপরিদর্শক আরও বলেন, আজ সকালে অস্ত্র আইনে মামলা দায়েরের পর জামাল উদ্দিনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগেও জামাল নামে থানায় কয়েকটি ডাকাতির মামলা রয়েছে। তিনি ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত আসামি। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত