প্রতিনিধি
মহেশখালী: বয়স ১৪ বছর। মহেশখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির মেধাবী ছাত্রী। সংসারে অভাবের অজুহাতে প্রবাসী এক ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার চেষ্টা করেন তার মা-বাবা। তবে এই বিয়েতে রাজি নয় কিশোরী। বাবা–মাকে অনেক বুঝিয়েও কোনো কাজ হয়নি।
অবশেষে গত সোমবার মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সশরীরে হাজির হয় সেই কিশোরী। বিস্তারিত খুলে বলে ইউএনও মাহফুজুর রহমানকে।
অভিযোগের ভিত্তিতে ওই দিন রাতেই ছোট মহেশখালীর পশ্চিম সিপাহিপাড়া গ্রামে কিশোরীর বাড়িতে যান মাহফুজুর রহমান। এ সময় কিশোরীর মা-বাবা ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলেন তিনি। অভিযোগের সত্যতা পেয়ে কিশোরীর মা-বাবাকে বুঝিয়ে বাল্যবিবাহটি রুখে দেন ইউএনও।
মাহফুজুর রহমান বলেন, ‘মেয়েটি আমার অফিসে এসে অভিযোগ করে। সে জানায়, মা-বাবা তার ইচ্ছার বিরুদ্ধে সৌদিপ্রবাসী এক ছেলের সঙ্গে বিয়ে দিতে চায়। মেয়েটির বয়স ১৪ বছর। সে পড়তে আগ্রহী। মেয়েটির ভবিষ্যতের চিন্তা করে তার মা-বাবাকে বাল্যবিবাহ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছি।’
স্থানীয়রাও জানিয়েছেন, মেয়েটি খুব মেধাবী। তৃতীয় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রতিবারই ক্লাসে সে প্রথম হয়েছে। বিয়ের বিপক্ষে অবস্থান নেওয়ায় কিশোরীর প্রতি তাঁরা সবাই খুব খুশি।
মহেশখালী: বয়স ১৪ বছর। মহেশখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির মেধাবী ছাত্রী। সংসারে অভাবের অজুহাতে প্রবাসী এক ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার চেষ্টা করেন তার মা-বাবা। তবে এই বিয়েতে রাজি নয় কিশোরী। বাবা–মাকে অনেক বুঝিয়েও কোনো কাজ হয়নি।
অবশেষে গত সোমবার মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সশরীরে হাজির হয় সেই কিশোরী। বিস্তারিত খুলে বলে ইউএনও মাহফুজুর রহমানকে।
অভিযোগের ভিত্তিতে ওই দিন রাতেই ছোট মহেশখালীর পশ্চিম সিপাহিপাড়া গ্রামে কিশোরীর বাড়িতে যান মাহফুজুর রহমান। এ সময় কিশোরীর মা-বাবা ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলেন তিনি। অভিযোগের সত্যতা পেয়ে কিশোরীর মা-বাবাকে বুঝিয়ে বাল্যবিবাহটি রুখে দেন ইউএনও।
মাহফুজুর রহমান বলেন, ‘মেয়েটি আমার অফিসে এসে অভিযোগ করে। সে জানায়, মা-বাবা তার ইচ্ছার বিরুদ্ধে সৌদিপ্রবাসী এক ছেলের সঙ্গে বিয়ে দিতে চায়। মেয়েটির বয়স ১৪ বছর। সে পড়তে আগ্রহী। মেয়েটির ভবিষ্যতের চিন্তা করে তার মা-বাবাকে বাল্যবিবাহ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছি।’
স্থানীয়রাও জানিয়েছেন, মেয়েটি খুব মেধাবী। তৃতীয় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রতিবারই ক্লাসে সে প্রথম হয়েছে। বিয়ের বিপক্ষে অবস্থান নেওয়ায় কিশোরীর প্রতি তাঁরা সবাই খুব খুশি।
সংবিধান সংশোধনের প্রয়োজনীয়তা তুলে ধরে জোনায়েদ সাকি বলেন, ‘আগামী সংবিধান হতে হবে এই দেশের সমস্ত নাগরিককে সমান মর্যাদা দিয়ে। সেই নাগরিকের ধর্মীয় পরিচয় যা-ই হোক না কেন। ধর্মীয় পরিচয় কিংবা জাতিগত মর্যাদা দিয়ে নাগরিকের মর্যাদা ঠিক হবে না।
৪ মিনিট আগেরায়পুরার পেঁয়াজ খেতে কামরুজ্জামানের মরদেহ পাওয়া গেছে। বিদ্যুৎস্পৃষ্টের কোনো চিহ্ন না থাকায় মৃত্যুর কারণ নির্ধারণে তদন্ত চলছে।
১৪ মিনিট আগেনীলফামারী জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দীপক চক্রবর্তীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আজ শনিবার তাকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
১৫ মিনিট আগেচট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনকারীদের লক্ষ্য করে একটি শাটার গান দিয়ে একাই ২৮ রাউন্ড গুলি করেছিলেন যুবলীগ কর্মী তৌহিদুল ইসলাম ওরফে ফরিদ (৩২)। গতকাল শুক্রবার সাতক্ষীরা সদর উপজেলার কামালনগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে চান্দগাঁও থানা-পুলিশ।
২৪ মিনিট আগে