পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের পটিয়ায় র্যাবের পৃথক অভিযানে চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বৃহস্পতিবার তাঁদের গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, আজ বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ টিম সকাল সাড়ে আটটার দিকে উপজেলার জঙ্গল খাইন ইউনিয়নের নাইখাইন এলাকা থেকে সাহাদাত হোসেন জীবন ও মিজানুল ইসলাম মিজানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল,২টি চাপাতি, ২ টি দা,৩টি রাম দা, ৪টি চাকু উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত সাহাদাত হোসেন জীবন পটিয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য। আর মিজানুর রহমান মিজান জঙ্গল খাইন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি।
এ মামলার বাদী র্যাবের সাব ইন্সপেক্টর মনির হোসেন জানান, গ্রেপ্তারকৃতরা পটিয়া ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় মাদক, অস্ত্র ক্রয়-বিক্রয়সহ অবৈধ অস্ত্র ব্যবহার করে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করত। তাদের বিরুদ্ধে পটিয়া থানায় মামলা দায়ের করে আসামিদের হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার ভেল্লাপাড়া এলাকায় বিশেষ চৌকি বসিয়ে কক্সবাজার হতে নিয়ে আসা চট্টগ্রামের দিকে যাওয়ার সময় একটি ইয়াবার চালান সহ দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় সিএনজি গাড়ি থেকে ৩ হাজার ৯০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের গোরন খাইন এলাকার কামাল হোসেন (৩৩) ও মোহাম্মদ ইব্রাহিম (৩২)।
পটিয়া থানার পরিদর্শক রেজাউল করিম মজুমদার বলেন, আজ বৃহস্পতিবার র্যাব দুটি পৃথক অভিযানে অস্ত্র ও ইয়াবা সহ চারজনকে গ্রেপ্তার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা রুজু করা হয়েছে রাতে।
চট্টগ্রামের পটিয়ায় র্যাবের পৃথক অভিযানে চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বৃহস্পতিবার তাঁদের গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, আজ বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ টিম সকাল সাড়ে আটটার দিকে উপজেলার জঙ্গল খাইন ইউনিয়নের নাইখাইন এলাকা থেকে সাহাদাত হোসেন জীবন ও মিজানুল ইসলাম মিজানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল,২টি চাপাতি, ২ টি দা,৩টি রাম দা, ৪টি চাকু উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত সাহাদাত হোসেন জীবন পটিয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য। আর মিজানুর রহমান মিজান জঙ্গল খাইন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি।
এ মামলার বাদী র্যাবের সাব ইন্সপেক্টর মনির হোসেন জানান, গ্রেপ্তারকৃতরা পটিয়া ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় মাদক, অস্ত্র ক্রয়-বিক্রয়সহ অবৈধ অস্ত্র ব্যবহার করে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করত। তাদের বিরুদ্ধে পটিয়া থানায় মামলা দায়ের করে আসামিদের হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার ভেল্লাপাড়া এলাকায় বিশেষ চৌকি বসিয়ে কক্সবাজার হতে নিয়ে আসা চট্টগ্রামের দিকে যাওয়ার সময় একটি ইয়াবার চালান সহ দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় সিএনজি গাড়ি থেকে ৩ হাজার ৯০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের গোরন খাইন এলাকার কামাল হোসেন (৩৩) ও মোহাম্মদ ইব্রাহিম (৩২)।
পটিয়া থানার পরিদর্শক রেজাউল করিম মজুমদার বলেন, আজ বৃহস্পতিবার র্যাব দুটি পৃথক অভিযানে অস্ত্র ও ইয়াবা সহ চারজনকে গ্রেপ্তার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা রুজু করা হয়েছে রাতে।
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি। ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
৪ ঘণ্টা আগেযশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
৫ ঘণ্টা আগে২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ২ মার্চ পতাকা দিবস ঘোষণার দাবিতে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এই আহ্বা
৫ ঘণ্টা আগেদেশের বিশিষ্ট সম্পাদক এবং প্রবীণ সাংবাদিক নূরুল কবীর সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বতীকালীন সরকারের প্রেস উইং।
৬ ঘণ্টা আগে