মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের মহেশখালীতে আদালতের নির্দেশে সরেজমিনে মামলার তদন্ত করতে গিয়ে অস্ত্রধারীদের গুলির মুখে পড়েছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। দুর্বৃত্তরা ডিবি পুলিশের প্রতিনিধি দলটিকে লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলিবর্ষণ করেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
বুধবার সকাল ১১টায় উপজেলার কুতুবজোম ইউনিয়নের দক্ষিণ পাশে অবস্থিত ঘোনা নামক চিংড়ি ঘেরে এ ঘটনা ঘটে। গোয়েন্দা পুলিশের দলটি আত্মরক্ষার্থে তাৎক্ষণিক ঘটনাস্থল ত্যাগ করে।
মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক জাহেদুল ইসলাম আরমান বলেন, আদালতের নির্দেশে গোয়েন্দা পুলিশের ছয় সদস্যের একটি টিম মামলার তদন্ত করতে ঘটনাস্থলে যাই। সঙ্গে ওই চিংড়ি ঘেরের অংশীদারসহ দুই শতাধিক স্থানীয় বাসিন্দা সঙ্গে ছিল।
তদন্ত কর্মকর্তা আরও বলেন, ঘটনাস্থলে পৌঁছালে দুপক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধার চেষ্টা হলে আমরা ঘটনাস্থল ত্যাগ করি।
এর আগে গত ২৪ অক্টোবর ডাকাতির অভিযোগে মহেশখালী পৌরসভার মেয়র মকছুদ মিয়াসহ ৩১ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন। আদালতের নির্দেশে মামলার তদন্ত ভার পায় ডিবি।
স্থানীয়রা জানান, চিংড়ি ঘেরটি গত মাসে রাতের আঁধারে দখলে নেয় একটি গ্রুপ। এরপর থেকে সাগরে মাছ ধরতে যাওয়া লোকজনকেও যেতে বাধা দিচ্ছে তারা।
মামলার বাদী মুক্তিযোদ্ধা বীর আমজাদ হোসেন বলেন, ‘শতাধিক এলাকাবাসীর সামনে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে। তাঁরা সকলেই পৌরসভার মেয়রের লোক। আমি প্রশাসনের কাজ থেকে এই জবরদখলকারীদের বিচার চাই।’
মহেশখালী থানার ওসি মো. আব্দুল হাই জানান, ঘটনার খবর পেয়ে ওসি (তদন্ত) আশেক ইকবালের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আইনশৃঙ্খলা রক্ষার্থে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কক্সবাজারের মহেশখালীতে আদালতের নির্দেশে সরেজমিনে মামলার তদন্ত করতে গিয়ে অস্ত্রধারীদের গুলির মুখে পড়েছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। দুর্বৃত্তরা ডিবি পুলিশের প্রতিনিধি দলটিকে লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলিবর্ষণ করেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
বুধবার সকাল ১১টায় উপজেলার কুতুবজোম ইউনিয়নের দক্ষিণ পাশে অবস্থিত ঘোনা নামক চিংড়ি ঘেরে এ ঘটনা ঘটে। গোয়েন্দা পুলিশের দলটি আত্মরক্ষার্থে তাৎক্ষণিক ঘটনাস্থল ত্যাগ করে।
মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক জাহেদুল ইসলাম আরমান বলেন, আদালতের নির্দেশে গোয়েন্দা পুলিশের ছয় সদস্যের একটি টিম মামলার তদন্ত করতে ঘটনাস্থলে যাই। সঙ্গে ওই চিংড়ি ঘেরের অংশীদারসহ দুই শতাধিক স্থানীয় বাসিন্দা সঙ্গে ছিল।
তদন্ত কর্মকর্তা আরও বলেন, ঘটনাস্থলে পৌঁছালে দুপক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধার চেষ্টা হলে আমরা ঘটনাস্থল ত্যাগ করি।
এর আগে গত ২৪ অক্টোবর ডাকাতির অভিযোগে মহেশখালী পৌরসভার মেয়র মকছুদ মিয়াসহ ৩১ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন। আদালতের নির্দেশে মামলার তদন্ত ভার পায় ডিবি।
স্থানীয়রা জানান, চিংড়ি ঘেরটি গত মাসে রাতের আঁধারে দখলে নেয় একটি গ্রুপ। এরপর থেকে সাগরে মাছ ধরতে যাওয়া লোকজনকেও যেতে বাধা দিচ্ছে তারা।
মামলার বাদী মুক্তিযোদ্ধা বীর আমজাদ হোসেন বলেন, ‘শতাধিক এলাকাবাসীর সামনে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে। তাঁরা সকলেই পৌরসভার মেয়রের লোক। আমি প্রশাসনের কাজ থেকে এই জবরদখলকারীদের বিচার চাই।’
মহেশখালী থানার ওসি মো. আব্দুল হাই জানান, ঘটনার খবর পেয়ে ওসি (তদন্ত) আশেক ইকবালের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আইনশৃঙ্খলা রক্ষার্থে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ক্ষোভ প্রকাশ করে জাকির হোসেন বলেন, ‘এমন ছোট্ট সংযোগ সড়কে বিআরটিসির দোতলা বাসে কী করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের পিকনিকে নিয়ে এল। সড়কের সামান্য ওপরে বৈদ্যুতিক তার। সেই তারে ছোট পরিবহন চলাচল যেখানে ঝুঁকিপূর্ণ। সেই সড়কে কী করে বিআরটিসির দোতলা বাস চলাচল করে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্বে
১০ মিনিট আগেসুপ্রিম কোর্টের আদেশ বাস্তবায়ন ও নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করে সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল করতে দেওয়াসহ সাত দফা দাবি জানিয়েছে রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ। আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এসব দাবি জানান তারা...
২১ মিনিট আগেনিজেদের ক্ষতি পুষিয়ে নিতে এসব পরিবারের নারীরা প্রশিক্ষণ নিয়ে বসতবাড়ির আশপাশে শাকসবজি চাষ করেন। তা ছাড়া ভেড়া, হাঁস-মুরগি পালন করে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন তাঁরা। এসব নারীর উন্নয়নমূলক কর্মকাণ্ড দেখে অন্যরাও উৎসাহী হচ্ছেন। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপ এই এলাকার মানুষের জীবনমান উন্নয়নে ক
৪৩ মিনিট আগেছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে যে নতুন বাংলাদেশ পেয়েছি, এর মূল কারিগরই ছিলেন ছাত্র ও শিক্ষকেরা। বিএনপি সরকার গঠন করলে শিক্ষকদের ন্যায়সংগত সকল দাবি-দাওয়া মেনে নেওয়া হবে...
১ ঘণ্টা আগে